X

কুর্মিটোলা হাসপাতালে থাকা সাত জন করোনা ভাইরাস মুক্ত

৩ ফেব্রুয়ারি, ২০২০
চীনের উহান থেকে আসা ৩১২ জনের মধ্যে যে সাত জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ফের হজক্যাম্পে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায় নি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, “রবিবার রাতে আমরা তাদের সবার রিপোর্ট হাতে পেয়েছি। তাদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। রিপোর্ট নেগেটিভ এসেছে।”

তিনি আরও বলেন, “কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সাত জনকে আমরা হজ ক্যাম্পে ফিরিয়ে এনেছি। তবে হজ ক্যাম্পে থাকা একজনের শরীরে জ্বর থাকায় তাকে আবার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে। সিএমএইচে যে নারী ছিলেন তার সঙ্গে এক বছরের সন্তান থাকায় তাকে সেখানেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে এবং এই নারীর শরীরেও করোনা ভাইরাসের কোন লক্ষ্মণ পাওয়া যায় নি। যেহেতু হজক্যাম্পে পূর্ণাঙ্গ কোয়ারেন্টাইন সেবা পাওয়া সম্ভব নয় বা সম্পূর্ণরূপে সে ব্যবস্থা সেখানে নেই তাই নবজাতকটির সেবা নিশ্চিতের জন্যই সিএমএইচে নেওয়া হয়েছে।”

উল্লেখ্য শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে চীনের উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে ১৫ শিশুসহ ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। এদের মধ্যে ৭ জনের শরীরে জ্বর থাকায় তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগে থেকে প্রস্তুত রাখা ‘আইসোলেশন ওয়ার্ডে’ ভর্তি করা হয়। বাকিদের হজ্জ ক্যাম্পের তৃতীয় তলায় ৫, ৬, ৭ ও ৮ নম্বর ডরমেটরিতে রাখা হয়।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post