X

কুমিল্লায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়াল

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল, ২০২১) জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এই পর্যন্ত কুমিল্লা জেলায় মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪ জন। নতুন করে ৬৪ জন করোনায় আক্রান্তের তথ্য দেয়া হয় এই দফতর থেকে এবং মৃত্যুবরণ করে ৩ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, কুমিল্লাতে করোনার সংক্রমণ হার আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত সরকারি হিসেবে কুমিল্লা জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৩৩২ জন।

সিভিল সার্জন সূত্র থেকে আরো জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ২৭ জন, মুরাদনগর সদর উপজেলায় ৪ জন, মেঘনা উপজেলায় ০৪ জন, বরুড়া উপজেলায় ০৩ জন, দেবিদ্বার উপজেলায় ০৬ জন, আদর্শ সদর উপজেলায় ০২ জন ও লাঙ্গলকোট উপজেলায় ০৯ জন সহ মোট ৬৪ জন এর শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন। তারা হলেন মুরাদনগর, হোমনা ও সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা।

জেলায় এখন পর্যন্ত ৬২ হাজার ৯০০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাছাড়া গত ২৪ ঘন্টায় ৫০ জন বিদেশগামী যাত্রীর করোনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

তথ্যসূত্র: সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা।  

Gazi Abdullah Al Mamun:
Related Post