X

“কীভাবে এমনিতে করোনা চলে যাবে, তা বুঝতে পারছি না।”- ডা. এবিএম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ আগষ্ট ২০২০, সোমবার

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন,

“তিনি কোন পরিপ্রেক্ষিতে, কীভাবে এটা বলেছেন, কোনো বিশেষজ্ঞের মতামত নিয়েছেন কিনা, আমি জানি না। তবে, কীভাবে এমনিতে করোনা চলে যাবে, তা বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে না এমনিতেই যাবে।”

উপমহাদেশের প্রখ্যাত এই চিকিৎসক আরও বলেন,

“মানুষ যদি বেশি আক্রান্ত হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা (অ্যান্টিবডি) ডেভেলপ করে, যাকে হার্ড ইমিউনিটি বলে। এখন উনি কি এই চিন্তা থেকে বলেছেন কিনা, তা তো বলতে পারছি না। তবে, এমনিতেই করোনা চলে যাবে, আমার কাছে মনে হয় এই কথাটা যৌক্তিক না। এমনিতে করোনা কীভাবে যাবে?”

উল্লেখ্য, শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন,

“ভ্যাকসিন আসুক বা না আসুক কোভিড-১৯ বাংলাদেশ থেকে এমনিতেই চলে যাবে।”

Sarif Sahriar:
Related Post