X

কাউন্সেলিং কেন জরুরি

ফার্মাকোলজি পাশ করে চলে এসেছি। কোন ড্রাগের এডভার্স ইফেক্ট বলতে বললে কিছুক্ষণ আমতা আমতা করে শুরু করবাে- Nausea,vomiting. anorexia… ব্লা ব্লা ব্লা। দুই একটা ইম্পােরটেন্ট ড্রাগসের ব্যাপারে হয়তাে দুই একটা স্পেসিফিক পয়েন্ট বলতে পারবাে বড়জোর। কখনাে সিরিয়াসলি
ফিল করিনি এগুলাে মনে রাখার চেষ্টা করার, পাশ করার ধান্ধা বাদে।
লাষ্ট মেডিকেল ক্যাম্পে BSMMU এর ডাক্তার ফাহিম ভাইয়ার সাথে বসে ছিলাম। একটা পেশেন্ট আসলাে, তার সমস্যা হচ্ছে পা ফুলে গেসে। তার প্রশারেরও নাকি সমস্যা আছে। আগে ডাক্তার দেখাইছিল, উনি ওষুধ দিসিলেন ওইটা খাওয়ার পর থেকে এই সমস্যা।
ফাহিম ভাইয়া রােগীকে তার আগের কাগজপত্র বের করতে বলে আমাদের দিকে তাকিয়ে বললেন, দেখাে ক্যালশিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হইসে এই পেশেন্টকে সম্ভবত। ফাইল খুলে দেখি আসলেই সেটা দেওয়া।
কয়দিন আগে প্রফ দিয়ে আসছি এরমধ্যেই খেয়ে ফেলসি যে ক্যালশিয়াম চ্যানেল ব্লকারের একটা সাইড ইফেক্ট পায়ের গােড়ালি ফুলে যাওয়া। পেশেন্টকে ম্যানেজ করার পর ভাইয়া বললেন, আগের যে ডাক্তার পেশেন্টটাকে দেখেছেন উনি যদি ওষুধ টা লেখার সময় পেশেন্টকে ঠিকমতাে কাউন্সেলিং করতেন, বাবা এই ওষুধে আপনার এই এই সমস্যা হবে,এটা হলে
টেনশনের কিছু নেই,বেশি সমস্যা হলে আবার আসবেন। তাহলে এই পেশেন্ট আজকে আমার কাছে আসার দরকার ছিলােনা আর।
চুপচাপ ভাবলাম বসে কিছুক্ষণ। পেশেন্ট কাউন্সেলিং কত ইম্পরট্যান্ট, আর সেটার জন্য কত ইম্পরট্যান্ট এডভার্স ইফেক্টের নলেজ।
লিখেছেন:
করিমুল ইসলাম রাফি
AFMC
ফয়সাল আবদুল্লাহ:
Related Post