X

করোনা মোকাবেলায় কুয়েতে মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ

প্লাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল, ২০২০:

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন দেশকে সহায়তা করতে মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে আর্মড ফোর্সেস ডিভিশন থেকে মেডিকেল সামগ্রীসহ একটি টিমকে কুয়েতে পাঠাচ্ছে সরকার। ১৫ ই এপ্রিল, রোজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কুয়েতে মেডিকেল টিম পাঠানোর পাশাপাশি মালদ্বীপে খাদ্য সামগ্রী, ওষুধ, মেডিকেল সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী পাঠানো হচ্ছে। এছাড়া, ভুটানে ওষুধ ও মেডিকেল সামগ্রী পাঠানো হবে। অন্যান্য দেশেও তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেয়া হবে।

বিদেশ থেকে বাংলাদেশিদের ফেরত আনা, জাতীয় পরিচয় নিশ্চিত হওয়া, কোয়ারেন্টিন, প্রবাসীদের জন্য সহায়তা তাদের জন্যও কোয়ারেন্টিনের ব্যবস্থা করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া, বাংলাদেশ থেকে খাদ্যসামগ্রী আমদানি করতে সংযুক্ত আরব আমিরাতের আগ্রহ প্রকাশের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বিমানবন্দরে প্রবাসীদের অভ্যর্থনা ও বিশেষ ফ্লাইটের বিষয়গুলো দেখভাল করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানান বিজ্ঞপ্তিটিতে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে আর্মড ফোর্সেস ডিভিশন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪ হাজার ব্যক্তির ইন্সটিটিউশনাল কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান।

স্টাফ রিপোর্টার
নুরুন্নাহার মিতু

Publisher:
Related Post