X

করোনা ভাইরাসঃ বিশ্বব্যাপী জরুরী অবস্থা ঘোষণা

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রসঙ্গে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে এ ঘোষণা জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্র‍্যাব্রিয়েসাস বলেন, ” জরুরি অবস্থা ঘোষণার কারণ চীনে যা ঘটেছে তা নয় বরং অন্যান্য দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা ও বিশ্বব্যাপী বিরাজমান আতঙ্ক এই ঘোষণার মূল কারণ। ”
উদ্বেগের বিষয় হলো, যেসব দেশের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল সেসব দেশে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
চীনে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত কমপক্ষে ২১৩ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১০০০০ কি কেস শনাক্ত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১৮ টি দেশে ৯৮ জনকে শনাক্ত করা হয়েছে। তবে তাদের কারো মৃত্যু হয়নি। বেশিরভাগ আন্তর্জাতিক কেস শনাক্ত করা হয়েছে যারা সম্প্রতি চীনের উহান শহর ভ্রমণ করে ফিরেছেন। উল্লেখ্য, চীনের উহান শহর থেকেই করোনা ভাইরাস সংক্রমণের সূত্রপাত ঘটেছে। কিছুদিনের মধ্যেই রোগটি বহির্বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
সম্প্রতি জাপান, ভিয়েতনাম ও আমেরিকায় এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে করোনা ভাইরাস সংক্রমণের ৮ টি কেস পাওয়া গিয়েছে।

তথ্যসূত্রঃ বিবিসি নিউজ
নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম

হৃদিতা রোশনী:
Related Post