X

করোনা পজিটিভ ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান

প্ল্যাটফর্ম নিউজ,

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

দেশবরেণ্য জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, বার্ধক্যজনিত কারণ ছাড়াও শ্বাসকষ্ট ছিল উনার৷ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন তিনি। পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷ মৃত্যুর আগে তার স্যাম্পল নেওয়া হলেও করোনা আক্রান্ত কিনা না জানার কারনে তার লাশ বাংলা একাডেমিতে নেয়াসহ অন্যান্য কর্মসূচি নেওয়া হলেও পরে বাতিল করা হয়েছে।

তবে বৃহস্পতিবার ১১ টার দিকে চিকিৎসকরা নমুনা পরীক্ষা করে ঘোষনা দেন তার করোনা পজেটিভ ধরা পড়েছে তাই রাতে লাশ মর্গে থাকবে, সকালে পরিবারকে বুঝিয়ে দেয়া হবে। আজিমপুরে বাবার পাশে কবর দেওয়ার কথা থাকলেও প্রয়োজনে সেটা পরিবর্তন হতে পারে বলে জানানো পরিবার থেকে। এর আগে গত ৯ মে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে সিএমএইচ এ ভর্তি করা হয়। রক্তে সংক্রমণের সঙ্গে পূর্বের নানা জটিলতা নিয়ে গত ২৭ এপ্রিল এই অধ্যাপককে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রথমে৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর৷ তথ্যসূত্রঃ যমুনা টিভি৷ নিজস্ব প্রতিবেদক৷

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post