X

করোনা দুর্যোগে রেডিওলজিস্টদের ফ্রি সেবা

২৪শে মার্চ ২০২০: করোনা(COVID-19) আক্রান্ত রোগীদের অনেকে তীব্র শ্বাসনালীর প্রদাহ নিয়ে চিকিৎসক এর কাছে আসেন। সেক্ষেত্রে প্রয়োজন হয় বুকের এক্স-রে এবং সিটি স্ক্যান পরীক্ষার। এই ইমেজগুলো সঠিকভাবে স্টাডি করা দরকার, নাহলে ওভার ডায়াগনোসিস হয়ে যেতে পারে, কিংবা অন্য রোগে আক্রান্ত মানুষও করোনা রোগী হিসেবে সন্দেহের মধ্যে পড়ে যেতে পারেন।

এই ঝামেলা এড়াতে রেডিওলজিস্ট হিসেবে দেশমাতৃকার এই বিশেষ সময়ে তারা এ বিষয়ে কিছু সেবা দিতে চান যতদিন না বিষয়টির তীব্রতা সহনীয় পর্যায়ে আসে। এই চমৎকার ধারণাটি তারা পেয়েছেন একাধারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) এর রেডিওলজির সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি এন্ড ইমেজিং এর সায়েন্টিফিক সেক্রেটারি বিশ্বজিৎ এর কাছ থেকে। তারা এ রোগে আক্রান্ত সন্দেহভাজন রোগী যারা সরকারি হাসপাতালে সেবা নিবেন, তাদের ইমেজিংগুলো অনলাইনে দেখে বিনামূল্যে মতামত দিয়ে দিবেন।

তথ্যসূত্র: ডা. তারিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক/নাহিদা হিরা

Platform:
Related Post