X

করোনায় কি করবেন, কি করবেন না

৩ এপ্রিল, ২০২০: কান নিয়েছে চিলে শুনেই যেমন সত্যতা না খুঁজে চিলের পেছনেই দৌড়াই, তেমন যাচাই-বাছাই না করেই করোনা সংক্রমণ রোধ করতে আমরা খুঁজি নানান ধরনের টোটকা।

প্রচলিত প্রশ্ন এবং আমাদের উত্তর-

* বিসিজি ভ্যাকসিন বা যক্ষ্মার টিকা কি কোভিড-১৯ থেকে সুরক্ষা দেয়?
– এখনও কোন প্রমাণ পাওয়া যায় নি, আমরা জানি না।

* হাইড্রোক্সিক্লোরোকুইন কি কোভিড-১৯ সারিয়ে তোলে?
– এখনও কোন সুনিশ্চিত প্রমাণ পাওয়া যায় নি, সুতরাং জোর গলায় বলার কোন উপায় নেই।

* উচ্চ তাপমাত্রা কি কোভিড-১৯ সংক্রমন কমায়?
– এখনও কোন সুনিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

* সাবান দিয়ে ভালো করে অন্তত ২০ সেকেন্ড বার বার হাত ধুলে, ঘরে থাকলে, অন্যের থেকে ৩-৬ ফুট দূরে থাকলে, ব্যবহার্য্য সব কিছু সাবান পানি/জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে কি কোভিড-১৯ থেকে বেচে থাকা যায়?
– হ্যা, এটা আমরা নিশ্চিতভাবে জানি। আমাদের কাছে অজস্র প্রমাণ আছে এবং যেসব দেশ কোভিড-১৯ সংক্রমণ কমাতে সক্ষম হয়েছে তারা সবাই এগুলো ভালোভাবে প্রয়োগ করেই হয়েছে।

সুতরাং, প্রমাণিত তথ্যে আস্থা রাখুন। ঘরে থাকুন, পরিষ্কার থাকুন, দূরে থাকুন।

তথ্যসূত্র: ডা. মারুফুর রহমান অপু এর ফেসবুক পোস্ট

নাহিদা হিরা/নিজস্ব প্রতিবেদক

Platform:
Related Post