X

করোনার ত্রাণ কার্যক্রমে উৎসব ভাতা দান করলেন মুগদা মেডিকেলের চিকিৎসকরা

১০ এপ্রিল, ২০২০

দেশের এই ক্রান্তিলগ্নে সারাদেশ যখন চিকিৎসকদের নিয়ে আলোচনা-সমালোচনায় ব্যস্ত তখন এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। সারাদেশের চিকিৎসকরা তাদের সেবার মহান দায়িত্ব পালন করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনেও পিছিয়ে নেই। সেই ধারাবাহিকতায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং শিক্ষকরা তাদের উৎসব ভাতার অর্ধেক বা ব্যক্তিবিশেষে পুরো অর্থ করোনা মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শাহ গোলাম নবী বরাবর জমা দিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মুগদা মেডিকেল কলেজের চিকিৎসকরা বেশ সাফল্যের সাথেই করোনা সন্দেহভাজনদের/আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন, সেই সাথে আজ তারা উৎসব ভাতা প্রদানের মাধ্যমে মানবিক দায়িত্ব পালনেও সামিল হলেন যা দৃষ্টান্ত হয়ে থাকবে সবার মাঝে।

নিজস্ব প্রতিবেদক/জান্নাতুন নাসিরা জুঁই

Publisher:
Related Post