X
    Categories: COVID-19

করোনাজয়ী চিকিৎসকদের পুনরায় কর্মস্থলে যোগদান, ফুলেল শুভেচ্ছা দিলেন সাংসদ

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ মে,২০২০, বৃহস্পতিবার :

দেশে করোনা সংক্রমণের শুরুতেই হটস্পট হিসেবে ঘোষিত হওয়া কিশোরগঞ্জে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৯ জন যার মধ্যে ৪৮ জন চিকিৎসক সহ ১০৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এদিকে নতুন করে কিশোরগঞ্জ জেলায় সুস্থ হওয়া ৮ জন সহ মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৭২ জন যা আক্রান্ত রোগীর ৮৬ শতাংশের একটু বেশি।

জেলায় করোনা আক্রান্ত ৪৮ জন চিকিৎসকের মধ্যে ৪৩ জনই সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করেছেন যা জেলার স্বাস্থ্য ব্যবস্থায় গতি ফিরিয়ে এনেছে। হাওর অধ্যুষিত ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন করোনা আক্রান্ত চিকিৎসক সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করেছেন।

গত ১৩ মে, বুধবার সন্ধ্যায় ইটনা উপজেলা ডাকবাংলোতে করোনাজয়ী চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা জানান কিশোরগঞ্জ-৪ আসনের সম্মানিত সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিক। তিনি সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে যাওয়া চিকিৎসকদের ভুয়সী প্রশংসা করেন।

ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাশ রাজীব বলেন, “এমপি মহোদয়ের এরুপ আন্তরিকতা ও শুভেচ্ছা জানানো আমাদের আবেগাপ্লুত করছে এবং বর্তমান সংকটময় পরিস্থিতিতে চিকিৎসকফের নবউদ্যমে কাজ করার অনুপ্রেরণা জুগাবে”।

নিজস্ব প্রতিবেদক/ফিরদৌস আলম

Platform:
Related Post