X

করোনা সচেতনতার রঙে সেজেছে পাবনার সড়ক

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন ২০২০, শনিবার
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে একটি ব্যাতিক্রম ধর্মী আয়োজন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে গড়ে ওঠা ‘চেতনায় চাটমহর সংগঠন’। তারা করোনা সচেতনতায় পাবনার বিভিন্ন সড়কে চিত্রাংকন কর্মসূচী শুরু করেছে।

করোনাভাইরাস সম্পর্কে পথচারীদের সচেতন করার অংশ হিসেবে এই কর্মসূচী গ্রহন করা হয়েছে। ‘ঘরে থাকুন’, ‘মাস্ক ব্যবহার করুন’, ‘নিরাপদ দূরত্ব মেনে চলুন’, ‘বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন’, এমন সব সচেতনতামূলক বার্তায় পাবনার চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট ও জার্জিস মোড়ের সড়কগুলো রঙিন সাজে সেজেছে। আলপনায় তুলে আনা হয়েছে সেসব সচেতনতামূলক বার্তা। সেই সঙ্গে আঁকা হয়েছে অণুবীক্ষণ যন্ত্রের নিচে ধরা পড়া করোনাভাইরাসের চিত্রের ইলাস্ট্রেশন। বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও শিশু- কিশোর এই কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করে নিজেদের হাতের ছাপ রেখে যায় চিত্রাংকনে অংশ নিয়ে।

পাবনার চাটমোহরে গত ১৬ এপ্রিল জেলার প্রথম কোভিড–১৯ আক্রান্ত রোগী শনাক্ত হন। লকডাউন ঘোষণা হয় পুরো উপজেলা। বাজার, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সবকিছু বন্ধের নির্দেশ থাকলেও সেভাবে কেউ তা মেনে চলেনি। ঘর ছেড়ে রাস্তায় বেরিয়েছে শত মানুষ। সম্প্রতি অফিস ও গণপরিবহন খুলে দেওয়ায় সড়কে মানুষের চাপ আরও বাড়ছে। বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের আতঙ্ক। এই অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে উপজেলার বিভিন্ন সড়কে চিত্রাঙ্কন ও সচেতনতামূলক নানা বার্তা লেখার কাজ শুরু করেছে চেতনায় চাটমোহর নামের সংগঠনটি।

চেতনায় চাটমোহরের অ্যাডমিন জেমান আসাদ জানান, মানুষ অপ্রয়োজনে পথে বের হচ্ছে। মুখে মাস্ক থাকছে না, সামাজিক দূরত্ব বজায় রাখছে না। তাই পথচারীদের জন্য পথেই সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। গত শুক্রবার শুরু হওয়া এই কার্যক্রম পাঁচ দিন ধরে চলবে। জার্জিস মোড় ছাড়াও উপজেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থান জিরো পয়েন্ট, থানা মোড়, শাহী মসজিদ মোড় ও উপজেলা পরিষদের প্রধান ফটকে এই বার্তা লেখা হবে।

কর্মসূচির সমন্বয়ক অঙ্কনশিল্পী মানিক দাস বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে এখন সচেতনতার কোনো বিকল্প নেই। ফলে এই উদ্যোগ। এখন রাস্তায় নামলেই মানুষ চিত্র ও বার্তাগুলো চোখের সামনে দেখতে পাবে। এতে একটু হলেও তাদের মধ্যে সচেতনতা বাড়বে বলে মনে করি।’

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সজীব শাহরীন বলেন, ‘সাধারণ মানুষকে সচেতন করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরপরও বহু মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে। রাস্তায় এসে তারা এসব বার্তা দেখলে সজাগ হবে আশা করা যায়’।

Silvia Mim:
Related Post