X

“কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে কোভিড১৯”- মহাপরিচালক,স্বাস্থ্য অধিদপ্তর

বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ

বাংলাদেশে সম্প্রতি আঘাত হানা কোভিড১৯ এখন কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে পৌঁছে গিয়েছে। অর্থাৎ এই ভাইরাস এমনভাবে ছড়িয়ে পড়েছে যে, এখন যে কেউ কোভিড১৯ আক্রান্ত ব্যক্তি অথবা আক্রান্ত এলাকা থেকে আগত কারোর সংস্পর্শ ছাড়াই এই রোগে আক্রান্ত হতে পারে।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “আমরা স্বীকার করছি বাংলাদেশে এরইমধ্যে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। আমরা মনে করছি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের পরিসর অনেক বৃদ্ধি করা দরকার। যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটাই করব।” তিনি আরো জানান, “এসব মাথায় রেখেই ইতোমধ্যে একটি সেন্ট্রাল কন্ট্রোল রুম তৈরি রাখা হচ্ছে, বাড়ানো হচ্ছে পরীক্ষার পরিসর।”
আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ তাঁর। এছাড়া, আইইডিসিআর এর কন্ট্রোল রুমের নম্বরের পাশাপাশি ৩৩৩ ও ১৬২৬৩ নম্বরে পাওয়া যাবে করোনা নিয়ে যেকোনো সেবা ও পরামর্শ।

নিজস্ব প্রতিবেদক
অভিষেক কর্মকার জয়

হৃদিতা রোশনী:
Related Post