X

এসএসপিই রোগে আক্রান্ত হয়ে কর্নিয়া বিশেষজ্ঞ মুগদা মেডিকেলের সহকারী অধ্যাপকের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ ফেব্রুয়ারি, ২০২১, রবিবার

মস্তিষ্কের জটিলতর রোগ এসএসপিই (সাবএকিউট স্ক্লেরোসিং প্যানানসেফালাইটিস/ ডাউন ডিজিজ) এ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মুগদা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, কর্নিয়া বিশেষজ্ঞ ডা. আরিফ আকন্জি রনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ ১৪ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার সকাল ৫ টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছবিঃ শোক সংবাদ।

তিনি এসএসপিই তে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভারতে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে দেশে এসে তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতাল, ইবনেসিনা এবং সর্বশেষ বার্ডেম হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে আজ সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো মাত্র ৪৬ বছর।

কর্নিয়া বিশেষজ্ঞ ডা. আরিফ আকন্জি রনি ছিলেন মুগদা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। এছাড়াও তিনি ওএসবির আজীবন সদস্য ছিলেন। তিনি এক কন্যা সন্তানের জনক এবং তাঁর স্ত্রী বর্তমানে ডা. ফারজানা আকন্জি মিশু বারডেমের ল্যাবরেটরী মেডিসিনে কনসালটেন্ট হিসাবে কর্মরত রয়েছেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Sadia Kabir:
Related Post