X

এমবিবিএস ডাক্তার ছাড়াই প্রথমআলো-বন্ধুসভা’র ফ্রি হেলথ ক্যাম্প !

“ভুল চিকিৎসা” নিউজের জনক প্রথম আলো মেডিকেল ক্যাম্প করছে এম বি বি এস চিকিৎসক ছাড়াই!
ছবিতে দেখা যাচ্ছে  প্রথম আলো বন্ধুসভার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প। সেখানে একজন লোক বসে আছেন যিনি চিকিৎসক হিসেবে এই ক্যাম্পে নিয়োজিত আছেন।

বিভিন্ন  সূত্র থেকে জানা যায়, তিনি এমবিবিএস সনদপ্রাপ্ত কোন ডাক্তার নন। তিনি একজন ডিএমএফ।

ডি এম এফ মানে হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি নিয়ে ডিগ্রি অর্জন করেছেন শুধু। যিনি এমবিবিএস ডা. এর সহকারী হবার কথা কিছুতেই সম্পূর্ণ চিকিৎসা দেয়ার এখতিয়ার রাখেন না। তাকে দিয়ে চিকিৎসা করালে  ভুলের সম্ভাবনা থাকে। হোক সেটা বিনামূল্যে চিকিৎসা।

এই ব্যপারে সাধারন মানুষ বুঝতে পারলে খেপে গিয়ে হয়ত পুরো  ডা. সমাজের প্রতি অসন্তুষ্ট হবেন, যার দায় প্রথম আলো কি এড়াতে পারবে?
আমরা ডাক্তার সমাজ  প্রান্তিক মানুষের প্রতি এহেন উপহাস আমরা কিছুতেই মেনে নিতে পারি না।

জানা গেছে, এই লোকটির বরিশাল গৌরনদী এলাকায় একটি বিশাল চেম্বারও আছে  যেখানে তিনি নিয়মিত চিকিৎসাও দিয়ে যাচ্ছেন।  কিন্তু তার কোন এমবিবিএস ডিগ্রি নাই।
তথ্য ও ছবি ঃ এস সি দাশ

প্ল্যাটফর্ম ডেস্ক রিপোর্ট:

View Comments (36)

    • মিডিয়াতে ডাক্তারদেরকে ভিলেন বানানোর চেষ্টার ফলে সাধারণ মানুষদের সিংহভাগই ভালো ডাক্তারদেরকেও খারাপ মনে করছে। এটা ডাক্তার ও রোগী সকলের জন্যই বিপদজনক। বাজারে গেলে যেমন আমরা পণ্য যাচাই করি তেমনি রোগীদেরও সাধারন চিকিৎসা সম্পর্কে ধারণা অর্জন করা উচিৎ। তাহলে খারাপ ডাক্তারগণ খুব সহজেই রোগীদেরকে ধোঁকা দিতে পারবে না। এছাড়া খারাপ ডাক্তারগণের বিরুদ্ধে সিভিল সার্জন মহোদয়ের কার্যালয়ে প্রমাণসহ অভিযোগ করলে সিভিল সার্জন মহোদয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। তাই কখনোই ডাক্তারদের উপর হামলা ও হাসপাতালে ভাংচুর করা উচিৎ নয়।

  • তা হেলথ ক্যাম্পে চিকিৎসাসেবা দিয়েছেন কারা......সাংবাদিকরা নিশ্চই..!!!!!

  • আমি অবশ্য ইহাকে সমর্থন জানাই। কারণ ফ্রি ফ্রি চিকিৎসা দিয়ে দিয়ে আমাদের রোগীদের মাঝে উচ্ছাকাংখা এবং ডাক্তারদের প্রতি একটি সহজলভ্য মনোভাব তৈরী হয়েছে।

    • Would you please say where you are giving free treatment? In public hospitals the treatment is given by the country not by you. You the doctors are salaried employee there.

  • ভাই আমার জানা মতে dmf মানে diploma in medical faculty. ভুল সংশোধনের দাবি জানাচ্ছি। তা নাহলে মেডিকেল এসিস্ট্যান্ট রা এসে উল্টাপাল্টা কমেন্ট শুরু করে দিতে পারে। আর এই সুযোগে কিন্তু তাদের প্রথম আলুর সংগে ভালো খাতির হয়ে যেতে পারে এবং প্রথম আলো তাদের পক্ষে গুনগান শুরু করে দিতে পারে।

Related Post