X

একদিনে জোগাড় হল ১০০০ ব্যাগ রক্ত ! চমেক সন্ধানীর অনবদ্য সাফল্য


গত ১৫ ই  আগস্ট শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ সন্ধানী কতৃক রক্তদান কর্মসূচির  ক্যাম্পেইনে, প্রায় ১০০০ ব্যাগ  রক্ত জোগাড় করা হয়।

মনে করা হচ্ছে, এই প্রথমবারের মত হয়ত এই ধরনের ক্যাম্পেইনে একদিনে এত ব্যাগ রক্ত জোগাড় করা সম্ভব হয়েছে বাংলাদেশে।

এখন চট্টগ্রাম মেডিকেল কলেজের সন্ধানী ব্লাড ব্যাংকে প্রায় ১০০০ ব্যাগ এর উপরে প্রায় সব গ্রুপের ব্লাড জমা আছে । (শুধু মাত্র AB- ছাড়া)

যাদের রক্তের প্রয়োজন সন্ধানীতে যোগাযোগ করুন। কোন রিজার্ভ ডোনারের দরকার নেই। এক গ্রুপের রক্তের বদলে অন্য গ্রুপের রক্ত প্রদানেরও দরকার হবেনা বলে জানানো হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ সন্ধানীর পক্ষ থেকে ।
অবশ্যই সাথে করে ব্লাডের ব্যাগ আনতে হবে।

 
যেকোন গ্রুপের রক্তের জন্য যোগাযোগ করুন,
সন্ধানী অফিস,
চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল।
ফোনঃ 031-616625

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post