X

উদযাপিত হল প্রথম “এস এম সি ডে”

১৮ অক্টোবর, ২০১৯

সাতক্ষীরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের আয়োজনে প্রথম বারের মতো জাঁকজমকভাবে উদযাপিত হলো ‘এসএমসি ডে’ ২০১৯।

 

 

১৬ অক্টোবর “এস এম সি” উপলক্ষে  সকাল ৯.০০ ঘটিকার সময় ক্যাম্পাস প্রাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রীত অতিথিদের সাথে নিয়ে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ ঘটিকায় জাতীয় সংগীত পরিবেষণ এবং পতাকা উত্তোলন এর সাথে সাথে ‘এসএমসি ডে’ এর শুভ উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজ স্যার এবং অত্র মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কাজী হাবিবুর রহমান স্যার।

 

পরবর্তীতে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি (সাতক্ষীরা-০২) কেক কাটেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বি এম এ সাতক্ষীরার সাধারন সম্পাদক ডাঃ এস জেড আতিক স্যার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাতক্ষীরা জেলার সম্মানিত সভাপতি ডাঃ মোঃ মোখলেছুর রহমান স্যার,সাধারন সম্পাদক ডাঃ মোঃ মনোয়ার হোসেন,সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জ্যোৎসা আরা।

সদিন ব্যাপি ডকুমেন্টারী প্রদর্শন,স্মৃতি চারণ,আলোচনা,কলেজের প্রথম ম্যাগাজিন “উচ্ছ্বাস”এর মোড়ক উন্মোচন হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষিণ বঙ্গের মানুষের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ দেশরত্ন শেখ হাসিনার একটি অনন্য উপহার। তিনি ছাত্রছাত্রীদের বলেন ভাল পড়াশুনা করে ভাল মানুষ এবং ভাল ডাক্তার হয়ে এদেশের মানুষের চিকিৎসা সেবায় অবদান রেখে তোমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বে এই কামনা করি। মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয় ৮ম ‘এসএমসি ডে’২০১৯।

 

লেখক /মোঃ আজমল হোসেন

Special Correspondent:
Related Post