X

ঈদের কেনাকাটায় আইসোলেশনে থাকা যুবক, দোকান লকডাউন

প্ল্যাটফর্ম নিউজ, ১১ মে, ২০২০, সোমবার
কোভিড-১৯ আক্রান্ত রোগী ঈদের কেনাকাটা করতে আসায় লকডাউন করা হল লালমনিরহাটের এক দোকান। গত ৯ মে লালমনিরহাটের আদিতমারি উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান দোকানটি লকডাউন ঘোষণা করেন।

আক্রান্ত যুবক এর আগে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারের রুমা ক্লথ স্টোরে ঈদের কেনাকাটা করতে যান। এ ঘটনায় সংস্পর্শে আসা কাপড় ব্যবসায়ীসহ দোকানের অন্যান্য কর্মচারীদের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

জানা গেছে, গাজীপুরফেরত এই যুবক কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা একই পরিবারের ৫ জন সদস্য, একজন নার্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারীসহ মোট ৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

ঈদ উপলক্ষে কেনাকাটা করার সময় অসচেতন কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে আসতে পারেন আপনিও। এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই বেড়ে যাচ্ছে। অযথা ঘুরাঘুরি এবং ঈদের কেনাকাটা করতে মার্কেটে যাওয়া থেকে বিরত থাকুন।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

Fahmida Hoque Miti:
Related Post