X

ইব্রাহিম মেডিকেল কলেজ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

২৫ মার্চ ২০২০: ‘করোনা ভাইরাস’- বর্তমান সময়ের সবচেয়ে বড় আতঙ্কের নাম। বিশ্বব্যপী এর প্রভাব মারাত্মক আকারে বাড়ছে। বাংলাদেশও এ ভাইরাসের থাবা থেকে রক্ষা পায়নি। এ যাবৎ করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে মানুষ, মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এমনই এক অবস্থায় সচেতনতার অংশ হিসেবে করোনা ঝু্ঁকি প্রতিরোধে গত মঙ্গলবার বারডেম জেনারেল হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক, মেডিসিন, গাইনী ও অবস এবং শিশু বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে কলেজটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। পরবর্তীতে তারা বারডেম-১ ও বারডেম-২ এর নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের মাঝেও এসব সামগ্রী বিতরণ করে।

ক্লাবটির সদস্যদের নিজস্ব প্রচেষ্টা ও শিক্ষকদের আর্থিক সহযোগিতায় প্রায় চারশত সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজার বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়।

এলকোহল বেজড এই হ্যান্ড স্যানিটাইজারগুলো বানানো হয়েছে ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের তত্ত্বাবধানে। ফর্মুলেশনে সহায়তা করছেন বিভাগটির সম্মানিত শিক্ষক অধ্যাপক ডা. জালালুদ্দিন আশরাফুল হক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ শরিফুল আলম জিলানী।

সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি আহমেদ আদিব জানান, পরবর্তীতে আমরা আরও বড় পরিসরে এমন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করবো, তখন সেটা কেবল বারডেমের ভিতরেই সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য হাসপাতালকেও এর অন্তর্ভুক্তিতে রাখার চেষ্টা করবো।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

Platform:
Related Post