X

আনোয়ার খান মডার্ন হাসপাতালের ১০ জন চিকিৎসকসহ আইসিইউ ইউনিট কোয়ারেন্টাইনে

২৪ মার্চ ২০২০: আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ জন চিকিৎসকসহ পুরো আইসিইউ ইউনিট আজ থেকে হোম কোয়ারেন্টিনে থাকবেন। একজন করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে একজন রোগী আনোয়ার খান মডার্ণ মেডিকেলের ইমার্জেন্সী বিভাগে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে কেবিনে ভর্তি থাকলেও অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাকে আইসিইউ তে স্থানান্তর করা হয়। পরে করোনা পজিটিভ প্রমাণিত হওয়ায় ১০ জন ডাক্তারসহ পুরো আইসিইউ ইউনিট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদের মধ্যে ২জন ডাক্তারের অবস্থার অবনতি হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এর পর এবার আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কোয়ারেন্টিনে গেলেন। এর মধ্যে ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের একজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।

নিজস্ব প্রতিবেদক/ডা টি এইচ এম এনায়েত উল্লাহ খান

Platform:
Related Post