X

ইতালিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ১০০ চিকিৎসক

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০ : 

ইতালিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রায় ১০০ চিকিৎসক প্রাণ হারিয়েছেন। গতকাল   এপ্রিল, মৃত্যু হয়েছে চারজন চিকিৎসকের।

ইতালিয়ান ডক্টরস ফেডারেশনের (FNOMCEO) এক সূত্র জানায়, করোনায় আক্রান্ত মৃত চিকিৎসকদের সম্ভাব্য সংখ্যা দূর্ভাগ্যবশত, ১০১ এরও বেশী হতে পারে।

মৃতদের তালিকায় অবসরপ্রাপ্ত চিকিৎসকও রয়েছেন, যারা করোনা প্রাদুর্ভাবে স্বেচ্ছায় নিজেদের চিকিৎসা পেশায় ফিরেছিলেন।

ইতালির একটি হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা। ছবিঃ রয়টার্স

ইতালির গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ধারণা করা হচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে ৩০ জন নার্সসহ তাদের সহকারীরাও মারা গেছেন।

উল্লেখ্য, গতমাসে দেশটিতে প্রায় ৮০০০ স্বাস্থ্য কর্মকর্তা করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবী হিসেবে কর্মরত ছিলেন।

এফএনওএমসিইও (FNOMCEO) এর সভাপতি সংস্থাটির ওয়েবসাইটে বলেন, “করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা আমাদের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কোনো সুরক্ষা ছাড়াই পাঠাচ্ছি। এটি কোনো নিরপেক্ষ লড়াই নয়।”

রোমের আইএসএস পাবলিক হেলথ ইন্সটিটিউট এর অনুমান মতে, ইতালিতে করোনায় আক্রান্ত লোকের প্রায় ১০ শতাংশই হলেন স্বাস্থ্যকর্মী।

নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম

নাজমুন নাহার মীম:
Related Post