X

আশির্বাদ | চিকিৎসকদের উদ্দেশ্যে কবিতা

১৭ ফেব্রুয়ারি ২০২০:
[গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের একজন ভর্তি রোগী সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সার্বক্ষণিক সেবায় মুগ্ধ হয়ে কবিতা লিখেছেন ডাক্তারদের নিয়ে!]

আশির্বাদ
মো. রিফাত হাসান জয়

তোমাদের তীক্ষ্ণ সেবায় মুগ্ধ আমি ধন্য,
নিয়মকানুন শৃঙ্খলাটা অতি বড় গণ্য।

পদ্মাবিহীন দুইনয়নে জাগো দিবারাত্রি,
সেবা দিয়ে জাগিয়ে তোলো মৃত্যুপথের যাত্রি।

সময়মত নিবন্ধিত সকল রোগীর পত্র,
তীক্ষ্ণমনে সেবন দিয়ে করাও অসুস্থদের পত্ত।

জরাজীর্ণ ভাংগাচোড়া কাটাছেঁড়া যাদের স্বাস্থ্য, জোড়াতালি দিয়ে আবার করো তাদের আস্ত।

উঠাও বসাও নাড়াও চাড়াও আছে যাদের ভাংগা,
সেবা দিয়ে করো তাদের চাংগা।

এমনি করে সেবক সেবিকার দল,
গড়ে উঠুক বাংলাদেশে অবিরল।

আল্লাহ মহান শোকর করি শত কোটি বার,
আসতে যেন নাহয় আবার।

আমার কিছু দেবার যে নেই শুধু আশির্বাদ,
তোমরা সবাই সুখে থেকো জানাই ধন্যবাদ।

Platform:
Related Post