X

আলোকবর্তিকা হয়ে বিনোদপুরের পাঁচ শতাধিক পরিবারের পাশে ‘প্রদীপ’

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার:

করোনা ভাইরাসের কারণে উদ্ভুত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আতঙ্কিত দেশের মানুষ। এর অসম ব্যপ্তি প্রত্যাহিক জীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলছে, ব্যহত করছে জনজীবন। বন্দীদশায় থেকে সবচেয়ে অসহায় দিনযাপন করছে সম্বলহীন/খেটে খাওয়া মানুষগুলো। দেশের এই সঙ্কটাপন্ন মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের পাঁচ শতাধিক এমন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘প্রদীপ- বিনোদপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রমজান মাস উপলক্ষে ওই অঞ্চলের দরিদ্র মানুষগুলোর খাদ্যকষ্ট কিছুটা লাঘব করে তাদের মুখে একটু হাসি ফোটানোর প্রত্যাশায় প্রদীপের এই সম্মিলিত উদ্যোগ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা অব্দি নিজস্ব ব্যবস্থায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে আসে। এসময় তারা জনগণকে করোনার ক্ষতিকর দিক বুঝিয়ে এর থেকে পরিত্রাণ পাওয়ার ব্যপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়।

প্রাথমিক পর্যায়ে ৫২০ পরিবারের প্রতি পরিবারকে ১৭ কেজি পরিমাণ খাদ্যসামগ্রী নিশ্চিত করেছে তারা। এর অন্তর্ভূক্তিতে আছে- ৮ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও একটি জীবাণুনাশক সাবান।

‘প্রদীপ’ মূলত চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর ভিত্তিক সম্মিলিত উদ্যোগে গড়া অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। সূচনালগ্ন থেকেই বিনোদপুরের একদল সাদা মনের আলোকিত মানুষের নির্দেশনায় প্রচারবিমুখ এই সংগঠনটি নিভৃতে কাজ করে যাচ্ছে।

প্রদীপের এমন জনহিতকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

Abdullah Al Maruf:
Related Post