X

আমেরিকায় প্রবাসী বাঙালির মৃতের সংখ্যা ২০০ ছাড়ালো

 

প্ল্যাটফর্ম নিউজ

 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০: 

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিস্তৃতি পেয়েছে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২১০ টি দেশের বিভিন্ন অঞ্চলে।

করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেননা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে এক দেশ থেকে আরেক দেশে, সেই সাথে যোগ হচ্ছে নতুন নতুন রোগীর তালিকা।

ছবিঃ সংগৃহীত

এ পর্যন্ত করোনা আক্রান্ত প্রায় ২১০ টি দেশ ও অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকায়। এখানে প্রায় ১ লাখ ২১ হাজারেরও বেশি মানুষের শরীরে হানা দিয়েছে কোভিড-১৯ নামক এই রোগটি। পুরো বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত সংখ্যা প্রায় ৩০ লাখ ছাড়িয়েছে এবং শুধুমাত্র আমেরিকায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার এরও বেশি।

গত ২৬ এপ্রিল, করোনায় আক্রান্ত তিন বাংলাদেশি সহ মোট প্রবাসী বাংলাদেশি মারা গেছেন প্রায় ২০১ জন।

করোনাভাইরাসে রাজ্যের হাজার হাজার মানুষ হারিয়ে ধাপে ধাপে সব কিছু খুলে দেওয়ার প্রস্তুতি চলছে নিউইয়র্কে। জ্যাকসন হাইটসে লকডাউন এর মাঝেই নিত্য প্রয়োজনীয় বাজার করছেন নাগরিকেরা। আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি, ভেন্টিলেশনে যাওয়া ও মৃতের হার ক্রমাগত কমার দিকে হলেও দিনে ১০০০ জন করে নতুন রোগীর আগমন ঘটছে হাসপাতালে।

গভর্ণর কুমো জানিয়েছেন, নিউইয়র্ক হুট করেই খুলছে না তবে ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট মিলে লকডাউন উঠিয়ে দেওয়ার কৌশল ঠিক করা হচ্ছে, সেই সাথে নিউইয়র্কের ওয়েস্টচেষ্টার এলাকা ১৫ই মে থেকে খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে আগামী ১৫ই মে পর্যন্ত জারিকৃত লকডাউন কঠোরভাবে চালু থাকবে।

বর্তমানে সারা বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ২ লাখ ছাড়িয়েছে। করোনায় মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে ইতালি। এখানে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজারেরও বেশি এবং মোট আক্রান্ত সংখ্যা ১ লাখ ৯৭ হাজারের বেশি।

থেমে নেই স্পেনেও মৃত্যুহার। মোট ২৩ হাজার ১৯০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছে এ পর্যন্ত এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষ।

পশ্চিম এশিয়ার আরেক দেশ ইরান যেখানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫,৮০৬ জনেরও বেশি, আক্রান্ত হয়েছে ৯১ হাজারেরও বেশি মানুষ। ফ্রান্স, জার্মানি সহ উদ্বেগজনক অবস্থায় রয়েছে ইউরোপের দেশ বৃটেনও।

আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান ও নেপালেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

নিজস্ব প্রতিবেদক / সিলভিয়া মীম

নাজমুন নাহার মীম:
Related Post