X

আপনার চিকিৎসা সহজ করবে বিডিইএমআর এপস

এটা একটা মেডিকেল এপ। একজন রোগীর সমস্ত তথ্য এখানে জমা রাখা যাবে। রক্তচাপ, ব্লাড সুগার এর ফল ও যে কোনো পরীক্ষার ফল ফোনের মাধ্যমে সেভ করে রাখা যাবে। এখন যে সমস্ত ওষুধ খাচ্ছেন সেটাও যোগ করা যাবে। ওষুধ কয়টা খাওয়া হোলও, আর কয়টা বাকি আছে সেটা জানাবে। ডোজ বাদ পরলে সেটাও জানাবে। যারা মাঝে মাঝে ভুলে যান তাদের জন্য এটা খুব উপযোগী। ডাক্তারের কাছে গেলে তখন ডাক্তার তাঁর কম্পিউটারে বা ফোনে সেই তথ্য দেখতে পাবেন। (চিকিসকের জন্য যে এপ তৈরি হচ্ছে তার নাম Doctor App) এটার ডাউন লোড সম্পূর্ণ ফ্রি। আবার বিভিন্ন প্যাথলজি থেকে যে রিপোর্ট করা হবে সেটাও এই ফোনে , ট্যাবলেটে, বা কম্পিউটারে দেখা যাবে। চিকিৎসক নিজের চেম্বারে বসেই সেটা দেখতে পাবেন। এতে চিকিৎসক ও রোগীর মধ্যে যোগাযোগ সহজ হবে, খরচ কমবে, সময় বাঁচবে। আপনি নিজে ডাউন লোড করুন। ভাল রেটিং দিন, আমাদের প্রচারে সাহায্য করুন। আপনার বন্ধুদের ও ডাউন লোড করতে উৎসাহিত করুন। বেশি ডাউন লোড হলে সেটা সাধারণত চার্টের উপড়ের দিকে থাকে। তখন প্রচার বেশি হয়। আপনাদের সাহায্য পেলে এই এপ অনায়াসে এপ তালিকার প্রথম দিকে জায়গা করে নিতে পারবে। আপনাদের সাহায্যের জন্য ধন্যবাদ। গুগল প্লে এর লিংক ঃ https://play.google.com/store/apps/details?id=com.bdemr.patient

প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিডিইএমআর কে শুভেচ্ছা জানাচ্ছি।

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (7)

Related Post