X

আপনার কোন কর্মচারী করোনা পজিটিভ হলে কী করবেন?

প্ল্যাটফর্ম নিউজ, ২১ এপ্রিল ২০২০

ডা. শুভাগত চৌধুরী

কোন কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হলে বিশেষজ্ঞ পরামর্শ প্রয়োজন। দ্রুত, চূড়ান্ত, নিস্পত্তিকারক ব্যবস্থা গ্রহণ আর ইমোশনাল বুদ্ধিমত্তা প্রয়োগ।

১। সমবেদনা প্রকাশ করুন আর আপনার পূর্ণ সহযোগিতা প্রদর্শন করুন।

২। মানব সম্পদ ব্যবস্থাপনার (HR) মাধ্যমে সংক্রমণ বিস্তার কমাবার জন্য ব্যবস্থা নিন।

৩। আগের দুই হপ্তার মধ্যে পজিটিভ কর্মচারীর সংস্পর্শে যারা এসেছেন এদের সন্ধান করে বের করুন।

৪। যত দ্রুত এদের সতর্ক করুন।

৫। প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করুন আর এদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সন্ধান করুন।

৬। নিজেরা না সামলে এদের ডাক্তার দের সাথে যোগাযোগ করতে বলুন।

৭। এই আলোচনার ফলো আপ করুন ই মেইলের মাধ্যমে অবশ্যই।

৮। কর্মস্থলে অন্যদের ও সতর্ক করুন।

৯। পজিটিভ কর্মচারী আর তার কন্টাক্ট দের অবস্থার গোপনীয়তা বজায় রাখুন।

১০। করোনা ভাইরাসে আক্রান্ত কর্মচারীর খবরাখবর নেয়া প্রয়োজনে সহায়তা করা প্রতিষ্ঠানের প্রধান বা সি ই ও র দায়িত্বের আর নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে।

Platform:
Related Post