X

আইইডিসিআরের ৬ জন করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ডা. ফ্লোরা

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার। ১৬ এপ্রিল, ২০২০

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর (IEDCR) এর ৪ জন টেকনোলজিস্টসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এদের মধ্যে চারজন মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, চার টেকনোলজিস্ট বাদে বাকি দু’জনের একজন ক্লিনার, অন্যজন IEDCR এর স্টাফ।

এই ছয়জনের করোনা পজেটিভ আসার পর আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তারপরও তিনি স্বেচ্ছায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নেন।

IEDCR এর কর্মকর্তারা IEDCR ভবনের বাইরে অন্য একটি আলাদা ভবনে কোয়ারেন্টিনে আছেন এবং সেখান থেকে তারা নিয়মিত অফিসের কাজ করছেন।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত ১ হাজার ৫৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ মারা গেছেন ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৯ জন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

Publisher:
Related Post