X

অভিযোগ নয়, অনুপ্রাণিত করুন

৪ এপ্রিল, ২০২০:

ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন
মহাসচিব, ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটিজ

যে মুহূর্তে কমিউনিটি ট্রান্সমিশন ঠেকাবার সর্বাত্মক প্রয়াস দেবার কথা, প্রশাসনের কেউ দেখছি তালিকা প্রস্তুত করতে ব্যস্ত প্রাইভেট চেম্বারে কারা অনুপস্থিত সে অভিযানে।


ফেসবুকে লাইভ দিয়ে বাহবা নেবার সময় এটা নয়। সকল চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে টেলিমেডিসিনে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ এবং জিপি চিকিৎসকগণ। শুধু নিজেদের নিরাপত্তার কথা ভেবে নয়, রোগীদের মাঝে ব্যাপকহারে সংক্রমণ প্রতিরোধ করতেই সবাইকে চেম্বারে সেবা নেবার ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে।

আগামী দু সপ্তাহ যখন কমিউনিটি ট্রান্সমিশনের ঝুঁকি রয়েছে সে সময়টা পর্যবেক্ষণ না করে এ ধরনের অর্বাচীন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। মহামারী পরিস্থিতিতে সেবা কাজ চলবে হাসপাতালে। সারা বিশ্বে তা-ই চলছে। এখানে প্রাইভেট প্র্যাকটিসের কোনো দরকার নাই রোগের বিস্তার বাড়ানোর জন্য। রোগ নিয়ন্ত্রণে আগ্রহী হলে এসব আত্মঘাতী সিদ্ধান্ত মাথায় আসে কি করে!

তাই সবার প্রতি অনুরোধ, দায়িত্বশীল আচরণ করুন। দুর্যোগে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরকেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে বা হবে সবচাইতে অধিকতর। তাদের দিকে অহেতুক অভিযোগের অঙ্গুলি না তুলে অনুপ্রাণিত করার চেষ্টা করুন।

Fahmida Hoque Miti:
Related Post