X

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণ কার্যক্রম চালু করার দাবি

৭ নভেম্বর ২০১৯:

অতিদ্রুত হাসপাতালের কার্যক্রম পুর্নাঙ্গভাবে চালু করার দাবিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ৬ নভেম্বর ২০১৯ রোজ সোমবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। ২০২০ সালের জানুয়ারিতে ৯ম ব্যাচ ভর্তি হতে যাচ্ছে। প্রতিবছর নতুন শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল পুর্নাঙ্গভাবে চালু হচ্ছে না। হাসপাতালের অবকাঠামো, যন্ত্রপাতি সব নষ্ট হচ্ছে। কোটি টাকার নিয়োগ বাণিজ্য চলছে। অথচ বঞ্চিত হচ্ছে মেডিকেল কলেজের শিক্ষার্থী, চিকিৎসক ও সাধারণ জনগণ। এ সকল ভোগান্তির মুখে পড়ে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় মানববন্ধনকারীরা সমস্যা সমাধানে উপযুক্ত মহলের স্বদিচ্ছা ও সচেতনতা কামনা করেন।

স্টাফ রিপোর্টার/তামান্না ইসলাম

Platform:
Related Post