X

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২২ নভেম্বর ২০১৯

সেবাব্রতে ধ্বনিত হোক জীবনের জয়গান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২০ নভেম্বর ২০১৯ রোজ বুধবার পালিত হলো দেশের অন্যতম মেডিকেল কলেজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

গুনে গুনে ৫১ টি বছর পার করলেও কলেজটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোন কমতি ছিল না, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ১ম ব্যাচের শিক্ষার্থী থেকে শুরু করে নবীনতম ব্যাচ এর সকল শিক্ষার্থীই খোশমেজাজেই পার করেছেন দিনটি।

রাত ১২ টার পর থেকেই বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উৎযাপন শুরু হলেও আনুষ্ঠানিক ভাবে শুরু হয় মধ্যাহ্নে কেক কাটার মধ্য দিয়ে, কেক কাটার সাথে সাথে শান্তির প্রতীক পায়রা উড্ডয়ন ও বেলুন ঊড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।

জন্মদিন উপলক্ষে বিশেষ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়, র‍্যালিতে সুসজ্জিত ঘোড়ার গাড়ির পিছনে পিছনে প্রায় ৫ শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী ক্যাম্পাস এবং হাসপাতালের সামনের “বান্দ রোড” কে প্রদক্ষিণ করেন।

দুপুরের মধ্যাহ্নভোজের পরের সময়টুকুতে ইচ্ছামত স্মৃতিচারণ ও ঘোরাঘুরি করেন সাবেক শিক্ষার্থীরা, যেখানে সকলের উপস্থিতি ছিলো দেখার মতো।

সবচেয়ে আকর্ষণীয় পর্বের জন্য অপেক্ষা করতে হয় সন্ধ্যা ৭ টা পর্যন্ত। বর্তমান শিক্ষার্থীদের সাথে সমানতালে পারফর্ম করেন সাবেক শিক্ষার্থীরা। কালচারাল প্রোগ্রামের সকল আয়োজনই আনন্দ সহকারে উপভোগ করলেও ৪৯ তম ব্যাচের তত্ত্বাবধানে বিশেষ নাটিকা সকলের হৃদয়ে স্থান করে নেয়। এমন চমৎকার সাংস্কৃতিক সন্ধ্যাটি র‍্যাফেল ড্র চলাকালীন সময়ে অনেকের কাছে স্নায়ুক্ষয়ী হয়ে উঠেছিল, একটা একটা পুরস্কার হাত ছাড়া হয়ে যায় আর সবাই কপাল চাপড়াতে থাকে, কেউবা ফেটে পড়ে উল্লাসে!

কেউ উল্লাসে ফেটে পড়বে আর কেউ বিষাদগ্রস্ত হবে, জীবনের এটাইতো নিয়ম। কিন্তু শেবাচিম এর জন্মদিন এমনই একটি দিন যেদিনটাতে হাসি ফুটে সকল শেবাচিমিয়ানদের।
শুভ জন্মদিন শেবাচিম!

তথ্যসূত্র : জিএমএসকে ডালিম
স্টাফ রিপোর্টার/মোঃ আহসান হাবীব ইরফান

Platform:
Related Post