X

বিক্ষোভের মুখে অনুমোদন পেল রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস

ছয় দিনের লাগাতার আন্দোলনের ফলশ্রুতিতে স্থায়ী ক্যাম্পাসের মাস্টার প্ল্যান পেল রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

স্থায়ী ক্যাম্পাসের মাস্টার প্ল্যান

গত ২৫ সেপ্টেম্বর ২০১৯ হতে ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত টানা ছয় দিন সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ করে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি

মোমবাতি হাতে র‍্যালি

শিক্ষার্থীরা বলেন, ক্লাসরুমের স্বল্পতাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত ছিল রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষাঙ্গন। তাই তাদের প্রত্যাশিত স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ আন্দোলনের উদ্যোগ নেন।
অবশেষে, ১ অক্টোবর ২০১৯ সিভিল সার্জন তাদের অবহিত করেন স্থায়ী ক্যাম্পাসের মাস্টার প্ল্যান মন্ত্রী সভায় অনুমোদন পেয়েছে।

স্টাফ রিপোর্টার/ তামান্না ইসলাম

Platform:
Related Post