X

Post graduation in Denstiry : স্বপ্ন , বাস্তবতা ও প্রাসঙ্গিক কথা

# প্রসঙ্গ MS রেসিডেন্সি পরীক্ষা #

পোস্ট গ্রাজুয়েশনের জন্য বর্তমান বিশ্বে চলমান কোর্স গুলোর মধ্যে Residency কোর্স সবচেয়ে বেশী সমাদৃত ও জনপ্রিয়।

অন্যসব কোর্স / ট্রেনিং এর সাথে এর বেসিক যে পার্থক্য সেটা হলো, এখানে দেশ ভেদে ৫ থেকে ৮ বছর একটা হাসপাতালের অধীনে থেকে ট্রেনিং করতে হয় আর ট্রেনিং এর প্রশিক্ষকই আপনার পরীক্ষক যিনি আপনাকে প্রতি মুহুতে Evaluate করবেন।
আর তাই MS Residency একটি Planned Training System হিসেবে অনেক বেশি সুনাম অর্জন করেছে।

আমাদের দেশে Residency program ৫ বছরের, যেটা Phase -A, Phase – B এই দুই ভাগে বিভক্ত। বছরে একবার Admission Test এর মাধ্যমে এই কোসে ভতি হওয়া যায়। BDS পাশ করার ২ বছর পর এই পরীক্ষা দেয়া যায়।

প্রতিবারের মত এ বছর MS Residency Admission Test হবে নভেম্বর এর প্রথমার্ধে।
BSMMU এর অধীনে BUET এ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে।

২০০ নম্বরের এই পরীক্ষায় প্রশ্ন থাকে ২০০ টি, সময় ৩ ঘন্টা।
তার মানে প্রতি প্রশ্নের জন্য ৫৪ সেকেন্ড, সাথে ভুল উত্তরের জন্য থাকছে Negative Marking যেটা প্রশ্নে উল্লেখ থাকবে।

তার মানে, কম সময়ে, সবোচ্চ সঠিক উত্তর দেয়াই কাম্য। আন্দাজে দিয়ে ভুল হলে, নেগেটিভ মাকিং ( প্রতিটা ভুল উত্তর এর জন্য ০.০৫ নম্বর কাটা যাবে, মানে ২০ টা স্টেম ভুল করলে ১ নম্বর কাটা যাবে) এর জন্য নম্বর কমে যাবে।

MS এর একটা বড় limitation হলো Seat Limited. বিষয় ভেদে ৫-৬ টা করে সিট থাকে। তাই প্রতিযোগিতা অনেক।

যে সব বিষয়ে MS করা যায় :::

1. Oral & Maxillofacial Surgery
2. Conservative & Endodontics
3. Orthodontics
4. Prosthodontics
5. Pediatric Dentistry

যে সব বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে ::::

Basic Subjects:::

Anatomy
– General Anatomy ( mainly Head, Neck)
– Oral Anatomy, Histology, Embryology

Physiology
– General Physiology ( Reproductive বাদে সব System)
– Oral Physiology

Biochemistry
– mainly metabolism & nutrition related

Pathology
– general pathology

Microbiology
– Bacteriology, Immunology, Virology mainly

Oral Pathology & Periodontology

Final year ::::

Oral & Maxillofacial Surgery
– সবচেয়ে বেশী আসে

এছাড়া ও Conservative, Prosthodontics, Orthodontics থেকে ও ২-৫ টা করে প্রশ্ন করা হয়ে থাকে।
গত বছর Pediatric Dentistry তে যেহেতু প্রথম বারের মতো MS চালু হয়েছে , তাই এই বিষয় গুরুত্বপূণ।

Mixed Subjects :::

অনেক সময় Pharmacology, Medicine, Surgery থেকে প্রশ্ন আসে, কিন্তু সংখ্যায় কম।

সো, বুঝাই যাচ্ছে, প্রস্তুতি হতে হবে ব্যাপক কিন্তু সুগঠিত। আর এজন্য Main Textbooks ভালো করে বুঝে পড়তে হবে, সেই সাথে বিগত বছরের প্রশ্ন গুলো Collect করে সমাধান করতে হবে।

আর প্রস্তুতি কেমন হয়েছে এর জন্য দরকার Model Test. এতে করে নিজের প্রস্তুতির দুবল দিক গুলো যেমন বের হয়ে আসবে, তেমনি Important Topic গুলো ও জানা হয়ে যাবে।

আর এই সব কিছুর সমাধান নিয়ে আপনার পাশে ই আছে…

Pure Basic
fcps / ms admission preparation prog in Dentistry

লিখেছেনঃ

 Dr. Sarwer Biplob
BDS, FCPS part 2, MSresident,
oral & maxillofacial surgery

Labonno Rahman:

View Comments (8)

Related Post