X

PLAB- আসুন দেখে নেই কোথায় কত খরচ

যুক্তরাজ্যের লাইসেন্স প্রাপ্ত চিকিৎসক হওয়াটা অনেকেরই স্বপ্ন । সেই স্বপ্ন পুরণের জন্যে অন্যতম পথ হলো PLAB – Professional and Linguistics Assessment Board (UK) . PLAB পরীক্ষা থেকে শুরু করে লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত দরকার প্রপার প্ল্যানিং । সেই প্ল্যানিং এর জন্যে ফান্ডিং একটি গুরুত্বপূর্ন ব্যাপার ।

আসুন ডাঃ ইবরাহীম ইভান এর অভিজ্ঞতা থেকে জেনে নেই কোথায় কত খরচ হতে পারে ।

Passport – ৩৫০০ টাকা ( যদি আগে করা না থাকে )
IELTS – ১৫৮০০ টাকা or, IELTS UKVI – ৳ ২০৬০০ টাকা
PLAB 1 – ২৩০ ইউরো ~ ২৫০০০ টাকা । (শুধুমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে । )
PLAB 2 – ৮৪০ ইউরো ~ ৯১ হাজার টাকা । ( শুধুমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে । )
PLAB 2 প্রিপারেশন কোর্স ফি যেমন Samson’s, Swammy or Hamed’s. – ৫৯৫ ইউরো ~ ৬৪০০০ টাকা ।
Standard Visitor Visa fees ~ ১১০০০ টাকা।
Airplane round trip tickets ~ ৮০০০০ টাকা ।
GMC registration fees – ২০০ ইউরো – ২২০০০ টাকা
Rent and living expenses in the UK – ৬০০- ৮০০ ইউরো/মাসে ।

টায়ার ১ ভিসার ৬ মাসের মাঝে আপনি যদি প্রিপারেশন , এক্সাম ডেট এবং চাকরী খুজে নিতে পারেন এবং এর পর দেশে এসে আবার টায়ার ২ ভিসার আবেদন করতে হবে। সুতরাং আপনাকে চার মাসে সেখানে প্রথম অবস্থায় থাকতে হবে । সুতরাং ৪ মাসের খরচ ৩,৫০,০০০ টাকা ।

সুতরাং একদম শুরু থেকে প্রিপারেশন, পরীক্ষা এবং যুক্তরাজ্যের চাকরী খুজে নেয়ার আগ পর্যন্ত আপনার বাজেট ধরা উচিত ৬- ৭ লক্ষ টাকা ।

তথ্যসূত্রঃ

https://ibrahimsroadtouk.wordpress.com/

drferdous:
Related Post