X

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এমপিএইচ: ভর্তি নিয়মাবলী ও গাইডলাইন

২০ নভেম্বর ২০১৯

২০১৯ এর শেষ ভর্তি পরীক্ষা: ৬ ডিসেম্বর ২০১৯

আবেদন প্রক্রিয়া
১. প্রথমে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে।
২. বিকাশের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে।
৩. এডমিট কার্ড মেইলে পাঠানো হবে। সেখানে পরীক্ষার সময়, রুম নম্বর দেওয়া থাকবে। সেভাবে পরীক্ষার দিন উপস্থিত হতে হবে।

ভর্তি পরীক্ষা
প্রথমে লিখিত পরীক্ষা হবে, এরপর সেদিনই ইন্টারনভিউ হবে। পরীক্ষার ৩ দিনের মধ্যে ফলাফল দেওয়ার চেষ্টা করা হয়, তারপরও দুই এক দিন কম বেশি সময় লাগতে পারে। ভর্তির আবেদনে দেয়া ইমেইল এড্রেস এ ফলাফল জানিয়ে দেয়া হয়।

পরীক্ষার নম্বর বন্টন
মোট নম্বর – ১০০
এমসিকিউ+এসএকিউ – ৮০
মৌখিক – ২০

পরীক্ষার গাইডলাইন
১. জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক গণস্বাস্থ্য বিষয়ক ঘটনা
২. ইমার্জিং ডিজিজ – জিকা ভাইরাস, নিপা ভাইরাস, ইবোলা, এইচআইভি/এইডস, টিউবারকুলোসিস
৩. ডেঙ্গু, ম্যালেরিয়া, সিজনাল ডায়রিয়া এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য এনডেমিক রোগসমূহ
৪. কমিউনিকেবল ও নন-কমিউনিকেবল ডিজিজ (হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদি)
৫. গণস্বাস্থে ব্যবহৃত কম্পিউটার সফটওয়্যার
৬. এপিডেমিক, প্যানডেমিক ও এনডেমিক সম্পর্কে জ্ঞান
৭. প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য, প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং সাম্প্রতিক পরিবেশ ও জলবায়ুজনিত ঘটনা
৮. জনস্বাস্থ্য বিষয়ক বর্তমান সমস্যা

সাম্প্রতিক বাংলাদেশের জনস্বাস্থ্য বিষয়ে প্রশ্ন আসতে পারে। কোন কিছু মুখস্থ না। নিজে বুঝে লিখতে হবে সব। প্রস্তুতির জন্য কোন গাইড বই লাগে না। বিভিন্ন ন্যাশনাল গাইডলাইন, পিডিএফ ইত্যাদি অনলাইনে পাওয়া যায়।

কোর্স কতদিনের?
সর্বোচ্চ ৩ বছর, সর্বনিম্ন ১ বছর ৪ মাস

Credit
মোট ৫২, ইন্টারনশিপ এই ৫২ credit এর মধ্যেই পরবে।

ক্লাসের সময়
শুক্রবার সকাল ৭:৩০ টা থেকে রাত ৯ টা
বাকি দিনগুলোতে (শনিবার বাদে) সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা
নিজের সুবিধা মত সময় বেছে নিয়ে ক্লাস করা যায়।

Major
এপিডমিওলজি, হাসপাতাল ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি ইত্যাদি। নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটে এই বিষয়ক তথ্য পাওয়া যাবে।

খরচ
সব মিলিয়ে প্রায় ২,৮০,০০০ টাকা।

স্কলারশিপ
ভর্তি পরীক্ষায় প্রথম স্থান লাভ করলে সাধারণত একটা স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও কিছু স্কলারশিপ আছে, তবে সেটা আগে ভর্তি পরীক্ষা দিয়ে ক্লাস শুরুর পরে, বিভাগীয় চেয়ারম্যান ডা. দীপক মিত্র এর সাথে দেখা করে জেনে নিতে হবে।

মেডিকেল/ডেন্টালে পাশ করে ইন্টারনশিপ এর সাথে এমপিএইচ করা যাবে?
অবশ্যই, ইন্টারনশিপের মাঝেও করা যায়।

এবার ভর্তি না হলে, সামনের বছর আবার মার্চ এপ্রিলে ভর্তি পরীক্ষা দেয়া যাবে।

MPH & EMPH Admission: Spring 2020
Application Deadline: 04 December 2019
Admission Test: 06 December 2019
Apply Online: NSU Admission

তথ্যসূত্র: ডা. ইশরাত মৌরি

Platform:
Related Post