X

সফলতার ৩৮ তম বছরে মেডিসিন ক্লাব

গত ৩১ জানুয়ারি , ২০১৮ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল মেডিসিন ক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু হয়ে মেডিসিন ক্লাব পা দিয়েছে সফলতার ৩৮ তম বছরে। ৩৮ বছরে মেডিসিন ক্লাব ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রাঙ্গণ ছাড়িয়ে এখন সারাদেশে ৩০ টি মেডিকেলে ছড়িয়ে পরেছে। সরকারী- বেসরকারীভাবে মেডিসিন ক্লাব এখন সারাদেশব্যাপী স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান সহ নানাবিধ কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। ৩১ জানুয়ারি মেডিসিন ক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন, প্রধান অতিথি – উত্তরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়ামিন আরা লেখা(প্রো ভিসি, উত্তরা ইউনিভার্সিটি)। এরপর প্রেসক্লাব প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালী শেষে টি শার্ট বিতরণ ও কেক কাটার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ রিপোর্টারস ফোরামের প্রেসিডেন্ট তৌফিক মারুফ, চিফ নিউজ এডিটর এশিয়ান টিভির বেলাল হোসেন।


গত পহেলা জানুয়ারি সংগঠনটির উপদেষ্টা ডাঃ হাসনা হেনা সাথীর অকাল মৃত্যুতে পুরা অনুষ্ঠান জুড়ে তার স্মৃতিচারণ করেন মেডিসিনিয়ানরা।অনুষ্ঠানে দেশের সরকারী -বেসরকারী প্রায় ২৫ টি ইউনিট থেকে আগত মেডিসিনিয়ানদের উপস্থিতি প্রেসক্লাব চত্বর মুখরিত করে রাখে।অনুষ্ঠানটি পরিচালনা করেন শেরেবাংলা মেডিকেল কলেজের ছাত্র, মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদ ফেরদৌস। অনুষ্ঠানের শুভেচ্ছা ও সমাপনী বক্তব্য দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাসেল আহমেদ লিখন। সমাপনী বক্তব্যে তিনি মেডিসিন ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার
নূর ই আফসানা, মুগদা মেডিকেল কলেজ

ওয়েব টিম:
Related Post