X

MBBS প্রথম প্রফেশনাল পরীক্ষার্থীদের জন্য

জীবনের প্রথম বীভিষিকা। যে যতই স্বান্তনা দিক, যতই বলুক টেনশন নিয়ো না, আসলে এসব কথা কোন কাজেই আসবে না, বরং দুইটা কাজের কথা বলি বন্ধুরা।মেডিকেলে কিছু বাদ দেওয়ার কোন স্কোপ নেই, তবে সিস্টেমেটিক ওয়েতে এগুলে অনেকটাই গুছিয়া পড়া যায়, এর চেয়ে সহজ আর কোন উপায় নেই এই লাইনে।

হার্ড পার্ট-(Hard part)
MBBS life এ প্রথমেই সবায় হোচট খায় যেদিন হার্ড পার্ট ক্লাস শুরু হয়, কারন এই বিদঘুটে হার্ড পার্ট রীতিমত পেইন sensitive.তবে কিছু টেকনিক ফলো করলে খুব সহজ করা যেতে পারে এই হার্ড পার্ট তথা Bones study.So let’s begin the play-
প্রতিটা bones পড়ার জন্য নির্দিস্ট প্রোটকল
Introduction phase
Average phase
Extraordinary phase
Introduction phase-এই phase এ ৬ টি প্রশ্ন করা হবে
1.Anatomical points
2.Which type of bone it is(So, classification of bones must be ঠোটস্থ)
3.Parts of this bone
4.What are the different bone cells.এবং প্রতিটা সেল এর লোকেশন সহ ফাংশন (ঠোটস্থ থাকতে হপে)
5.Histologic structure of bones
6.Long bones এর ক্ষেত্রে growing long bone এর artery supply
এই ৬ কোয়েশ্চেন যেকোন হাড্ডি হাতে নিয়ে সবায়কে face করতে হবে।একটি না পারলে নেকস্ট প্রশ্ন করা হয় না।
Average phase-পাঁচটি প্রশ্ন করা হবে-
1.Joints formed by the bone with types
2.Movement of those joints
3.Prime mover, agonist muscle, antagonist muscle definition
4.Difference between skeletal, smooth and cardiac muscle
5.যে বোন পড়বে সেই বোনের জয়েন্টের প্রতিটা প্রাইম মুভার মাসেলের Origin, insertion, nerve supply.বাকি মাসেল পড়ার দরকার নেই
Introduction phase, average phase প্রতিটা স্টুডেন্ট কে ধরা হয়, এগুল ভালমত পারলে extraordinary phase নিম্নরুপ-
1.All the muslces related to the bone, origin, insertion, nerve supply
2.Bands of muscle :I band, Z band, H band, dark band, light band definition
3.Layers of a muscle
4.What ia red and white fibre with difference
উপরিউক্ত নিয়মে বডির প্রতিটা বোন হাতে নিয়ে পড়তে হয়,এটা ফলো করলে বোনস পড়া কিছুটা হলেও সহজ হয়ে যাবে

নরম পার্ট-(Soft part)
“Soft eighth” নামে একটা কথা আছে।এর মানে হলো soft part এ,এখানে ৮ টা পয়েন্ট মাথায় রাখতে হবে,এই আট পয়েন্টের উপর ভাইভা প্রশ্ন হবে।
১.এনাটমিকাল পয়েন্টস(বলার কিছু নাই। জাস্ট মুখস্ত,এখানে বিন্দুমাত্র ক্যাতকুত করা যাবে না)
২.Naked eye vision, অর্থাত, খালি চোখে ভিসেরার গায়ে যা যা দেখা যায় সেগুলো indentification, surface ও borders।পরিস্কার ধারনা থাকতে হবে, এবং surface ও border আঙ্গুল দিয়ে ট্রেস করে দেখাতে হবে
৩.কোন groove /impresson থাকলে অবশ্যই তার কন্টেন্টস

৪.Important relations পড়তে হবে।কোনগুলো পড়বো কিভাবে বুঝবো?একদম সহজ।সমস্ত রিলেশন পড়তে হয় না, প্রথমে খেয়াল করো কোন রিলেশন গুলো প্রফ রিটেন এ বিগত সালগুলোতে আসছে, তার মধ্যে শুধু ভিসেরা রিলেটেডগুলো পড়লেই হবে।এ ছাড়া অন্য রিলেশন গুলো পড়ার দরকার নাই।তবে 4 টা রিলেশনগুলো ভাইভাতে সবচেয়েে বেশি ধরা হয় সেগুলো হলো lungs, stomach bed ,transverse colon, 2nd part of duodenum.
৫.ভিসেরার artery supply, venous drainage. and nerve supply.এখন যেহেতু তোমরা সব পড়ে ফেলেছো তাই বড় একটা কাগজে সমস্ত ভিসেরার artery, vein. nerve দিয়ে একটা ছক তৈরি করে ফেলতে পারো যাতে পড়তে সুবিধা হয়
৬.Arteryর ব্রাঞ্চ -এটা সারাজীবনই প্যারা দিয়ে যাবে তবে সবগুলোর ব্রানচ পড়তে হয় না,যেগুলোর ব্রানচ অবশ্যই অবশ্যই পড়তে হবে সেগুলো হলো-internal thoracic artery, arch of aorta, abdominal aorta, celiac trunk.এর একটিও বাদ দেওয়া যাবে না।আরেকটি কথা, যারা একটু বেশি নাম্বার পেতে চাও তারা heart থেকে হাত/পা এর আঙ্গুলে ব্লাড নিয়ে যাওয়া ও আঙ্গুল থেকে heart এ ব্লাড নিয়ে যাওয়া শিখতে হবে।এ ধরনের প্রশ্ন বললে branch by branch বলে বলে এগুতে হবে, এজন্য superior ও inferior extremity থেকে এই artery ও vein এর ব্রান্চগুলো দেখে নিতে পারো।
৭.Serous cavity-তিনটা সেরাস ক্যাভিটি অবশ্যই অবশ্যই ধরা হবে, এবং ডিটেলইলস,pleura. peritoneum. pericardium.যখন যে ভিসেরা তখন সে রিলেটেড ক্যাভিটি মাথায় থাকতে হবে
৮.যেহেতু soft part, সো histology থেকে এগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে-Basic cell anatomy, derivatives of all layers,and 4 basic tissues(Epithelial tissue, muscular tissue, connective tissue and nervous tissue)এ কয়েকটা হিস্টোলজি চ্যাপৃটার থেকে ভাইভা বোর্ডে অবশ্যই ধরা হবে, তবে কার ভাগ্যে কোনটা পড়বে বলা মুশকিল। আর না পড়ে গেলে তখন উত্তর ভুল হবে, আর ভুল উত্তর মানেই মিথ্যা কথা, আর মিথ্যা কথা মানেই গুনাহ হবে।

আশা করি কিছুটা হলেও একটা structured ধারনা দিতে পেরেছি।
Thank you Hope for the best.

লিখেছেন:
সুলতানুল আরেফিন (রংপুর মেডিকেল কলেজ)

Banaful:
Related Post