X

ইব্রাহিম মেডিকেলের বানানো শর্ট ফ্লিম ‘history of present illness’

কলেজ চত্বর পেরিয়ে একটি ছাত্র যখন মেডিকেল কলেজে ঢুকে দু মাস ক্লাস করে, তখন সে অনুধাবন করতে পারে তার জীবনের অনেক কিছু্ পরিবর্তন হয়ে গেছে। এরপর থেকে পেঁচিয়ে যায় মেডিকেলীয় গোলক ধাঁধায়। বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন সমস্যা তাদের এক পর্যায়ে ডিপ্রেশনে নিয়ে যায়। কিন্তু তারা একটা সময় গিয়ে বুঝতে পারে এমন করে আর চলতে দেয়া যায় না, তারা ঘুরে দাড়াবার চেস্টা করে। মূলত মেডিকেল জীবনের এই চরম সত্যকে ফুটিয়ে তুলতে ‘ইব্রাহিম মেডিকেল কলেজের’ এক ঝাঁক তরুণ নেমে পড়ে একটি শর্ট ফ্লিম বানাতে। শর্ট ফ্লিমটির পরিচালনায় ছিলো তৃতীয় বর্ষের শিক্ষার্থী নওয়াজ শরীফ। এবং অভিনয় করেছে তাসমিয়া,শুভ্র,অনু্প,নাসিফ,জ্বিলানী, প্রথমা,রেহনুমা, আসিফসহ তৃতীয় বর্ষের এক ঝাঁক শিক্ষার্থী। গতানুগতিক ক্যাম্পাসভিত্তিক শর্ট ফ্লিম বানানোকে একটি নতুন মাত্রা দিচ্ছে এই প্রচেস্টা। সাথে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতি চর্চাকে নাড়া দিয়েছে। শর্ট ফ্লিমটিতে ফুটে উঠেছে, মেডিকেল জীবনের প্রথম দেড় বছরের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যা পিছে ফেলে ঘুরে দাঁড়ানোর প্রত্যায়।

প্ল্যাটফর্ম ওয়েব:

View Comments (82)

Related Post