X

আগামীকাল ১৩ সেপ্টেম্বর ডা. সিরাজুল ইসলামের ১ম মৃত্যু বার্ষিকী

আগামীকাল ১৩ই সেপ্টেম্বর বিশিষ্ট সমাজ সেবক, শিল্পপতি ও চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী। তিনি ১৯৫৩ সালের ১লা মার্চ, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের গোমাতলী গ্রামে জন্ম গ্রহণ করেন। নোয়াখালী জেলার এই কৃতি সন্তান “ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি পুরান ঢাকার বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠান “সুমনা হাসপাতালের” প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সুমনা প্রাইভেট লিমিটেড, এ ক্লাস হোল্ডিংস সহ অনেকগুলো সফল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

কর্মজীবনে পরিশ্রমী, মেধাবী, সৃজনশীল ও সফল উদ্যোগতা হিসেবে উনার খ্যাতি সর্বত্রই বিদ্যমান ছিলেন। সেবার উৎকর্ষে তিনি অনেকগুলো সেবা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। সর্বদা সাহায্যের মনোভাব নিয়েই উনার জীবের পথচলা। কর্ম জীবনে তিনি ঢাকা জেলার সিভিল সার্জন ও শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

এই মহামানব গত বছর ২০১৫ এর ১৩ই সেপ্টেম্বর ঢাকা- সিলেট মহাসড়কে “নরসিংদী” জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই দুনিয়া ছেড়ে চলে যান। তিনি ছিলেন বিশাল মনের এক অসাধারণ মানুষ, যার নিকট গিয়ে কখনো কেউ খালি হাতে ফিরতেন না। সামর্থ্যহীনদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের মাধ্যমে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

তিনি ডাঃ সুলতান মাহমুদ ওয়েলফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান হিসেবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং উনার পিতার নামে গঠিত এই ট্রাষ্টের মাধ্যমে চাটখিল উপজেলার দক্ষিণ অঞ্চলে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দৃশ্যমান ভূমিকা রেখেছেন।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী ১৭ই সেপ্টেম্বর রোজ শনিবার ডাঃ সিরাজুল ইসলামের নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহমের পরিবারের পক্ষ থেকে উনার বড় ছেলে ডাঃ রুবাইয়াত ইসলাম সবাইকে উপস্থিত থাকার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

“প্ল্যাটফর্ম” পরিবার তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাভিভুত এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। তাঁর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। মহান সৃষ্টিকর্তা তাঁকে বেহেশত নসীব করুক।

Banaful:
Related Post