X

আব্দুল্লাহ বাকী: শিশুমৃত্যু প্রতিকারে অগ্রদূত এক বাংলাদেশী চিকিৎসাবিজ্ঞানী


২০০৮ সাল। বিশ্বখ্যাত চিকিৎসাবিজ্ঞান জার্নাল দি ল্যানসেটে প্রবন্ধ ছাপা হল, “Abdullah Baqui: saving newborn lives in Bangladesh and globally”। কে এই বিজ্ঞানি? যার নামে ল্যানসেট জার্নালে ছাপা হয় প্রবন্ধ। শুনলে অবাক হবেন, তিনি এই বাংলা মায়ের সন্তান।

প্ল্যাটফর্মের পঞ্চম সংখ্যায় প্রকাশিত আমাদের কালের নায়কেরা শীর্ষক লেখায় বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন গবেষকদের সম্পর্কে বর্ণনা করেছিলাম। তার ভিতর এক নম্বরে ছিল প্রফেসর আব্দুল্লাহ বাকীর নাম।

আব্দুল্লাহ বাকী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বালটিমোরের মেরিল্যান্ডের জন হপকিন্স ব্লুম্ববারগ স্কুল অফ পাবলিক হেলথের প্রফেসর এবং একই সাথে স্কুলের International Center for Maternal and Newborn Health ডিরেক্টর হিসেবে কর্মরত।

গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান আব্দুল্লাহ বাকী ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৭৬ সালে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। এরপর ১৯৮৫ সালে জন হপকিন্স ব্লুম্ববারগ স্কুল অফ পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রী অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে ১৯৯০ সালে তিনি ডক্টর ইন পাবলিক হেলথ ডিগ্রী  অর্জন করেন। তিনি আইসিডিডিআরবির Child & Adolescent Health সেন্টারের ডিরেক্টর ছিলেন। ২০০০ সালে জন হপকিন্স ব্লুম্ববারগ স্কুল অফ পাবলিক হেলথের ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন। ২০০৯ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান।

শিশু এবং নবজাতকের স্বাস্থ্যের উপর প্রচুর গবেষণা করেছেন আব্দুল্লাহ বাকী।
গত তিন দশকে ড. বাকীর গবেষণা কতগুলো নতুন উদ্ভাবন করেছেনঃ
১। ডায়রিয়াতে জিংকের ব্যবহার এবং তার মাধ্যমে শিশুমৃত্যু হার কমানো
২। স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে বাসায় স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে শিশুমৃত্যুর হার এক তৃতীয়াংশ কমানো।
৩। এইচআইবি (হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি বি) ভ্যাক্সিনের মাধ্যমে শিশুদের মেনিনজাইটিসের এবং নিউমোনিয়া প্রতিরোধ।

এই সবগুলোই নীতিনির্ধারক মহল গ্রহণ করেছেন।

আইসিডিডিআরবির প্রজন্ম  স্টাডির মাধ্যমে নবজাতকের নাভিতে chlorhexidine ব্যবহার করার জাতীয় গাইডলাইনের পিছনেও তাঁর অবদান রয়েছে।

২০১২ সালে কোর গ্রুপ তাঁকে নবজাতক এবং শিশুমৃত্যু প্রতিকারের জন্য অসামান্য গবেষণাকর্ম সম্পাদন এবং উন্নয়নশীল বিশ্বের জন্য তাঁর অবদানের জন্য Dory Storms recognition award দেয়।

এই সুদীর্ঘ কর্মজীবনে আব্দুল্লাহ বাকী ৩ শতাধিক গবেষণাপত্র, বই এবং নিবন্ধ লিখেছেন। এখানে তার বিস্তারিত পাবেন

বাকী স্যারের কিছু প্রজেক্টঃ
Etiology, Prevention and Treatment of Neonatal Infections in the Community

Impact of Umbilical Cord Cleansing with Chlorhexidine on Neonatal Mortality and Omphalitis in Bangladesh

Maternal genitourinary infections and adverse perinatal outcomes

Assignment of the Causes of Deaths Using Harmonized Protocols

Assessment of the Effectiveness of Pneumococcal Conjugate Vaccine-10 (PCV10)

Pneumococcal Vaccine (PCV) Impact Assessment in Bangladesh

Aetiology of Neonatal Infection in South Asia

ল্যানসেট জার্নালে তাঁকে নিয়ে লেখাটি এখানে পাবেন।
Abdullah Baqui: saving newborn lives in Bangladesh and globally

rajat:

View Comments (1)

Related Post