X

এই সপ্তাহ থেকে শুরু হলো জরায়ু-মুখের ক্যান্সারের প্রতিষেধক প্রদান ( GAVI’র উদ্যোগে )

GAVI  ( Global Alliance of Vaccines and Immunization)  বিশ্বের ৬টি জনবহুল দেশের মধ্যে ইমিউনাইজেশন প্রোগ্রামের আয়োজন করে, যেখানে বাংলাদেশও আছে। ২০১৬ তে এই ফিল্ডে অসামান্য পারফর্মেন্সের জন্য বাংলাদেশকে তাদের মধ্যে সেরা হিসেবে  নির্বাচিত করা হয়। নির্বাচনের কারণ হল, গত ৪ বছরে আন-ইমিউনাইজড  বাচ্চাদের সংখ্যা ৫২% কমিয়ে এনেছে বাংলাদেশ।

Human papilloma virus (HPV) এর কারনে প্রতি বছর প্রায় ২,৭৫,০০০ জন জরায়ুমুখ বা, জরায়ুর ক্যান্সারে (Cervical cancer)  মারা যায়, যার মধ্যে ৮৮% ই উন্নয়নশীল দেশের। নিরাপদ এবং কার্যকরী HPV ভ্যাক্সিন ৭০% জরায়ুমুখের ক্যান্সারের কেইস প্রতিরোধ করতে পারবে।

২০১১ এর ১৫ই নভেম্বর, ঢাকায় GAVI আয়োজিত একটি ইভেন্টে তারা এই ভ্যাক্সিন সাপ্লাইয়ের কথা দেন।

২৩ এপ্রিল ২০১৬ থেকে বাংলাদেশে ভ্যাক্সিন প্রদানের যাত্রা শুরু করা হয়।

 

News Source : https://www.facebook.com/GAVI/

 

[ On the picture some of the distinguisd personnel involved in EPI activity.

Extreme left…
Dr. Sabrina DMCHIO
Gavi_hss.

Next to her..
Juicy merina adhikary
immunization specialist Unicef.

Next to her…
Dr Tanbirul Islam
NPO IVD section WHO

–Thiago Aziz Alcantara ]

Sairee:

View Comments (11)

Related Post