X

১১২ | ডা. রোমেন রায়হান

০৯ এপ্রিল ২০২০:

“১১২”
ডা. রোমেন রায়হান
সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    আইসিইউ এর সংখ্যা কতটি? একশত বারো, মোটে!
    সংখ্যা শুনেই বুকের ভেতরে ধক ধক করে ওঠে।

    সাড়ে তিনশত এমপি রয়েছে, আমলা? হাজার হবে
    টাকার কুমির সিআইপি যাঁরা, তাঁরাও পিছিয়ে কবে!
    তারকা লেখক, খেলোয়াড়, যাঁরা বুদ্ধিজীবীর দলে
    কারোর জীবনই হুমকিতে রেখে ফেলানো যায় না জলে!
    মন্ত্রীদেরকে? সংখ্যাতে নয়, ক্ষমতাতে লাগে মাপা
    মন্ত্রীবর্গ যতটা সলিড বাকিরা ততটা ফাঁপা।

    সর্দি হলেই বাম্রুংগ্রাড, মাউন্ট এলিজাবেথ এ
    ছুটে যাওয়ারাও করোনার কালে পারছে না ছুটে যেতে।
    সকলেই এসে হামলে পড়বে ‘আইসিইউ দাও’ বলে
    ভাবতে ভাবতে চিন্তার কালি জমেছে চোখের কোলে।
    পিছে ফেলে রেখে শান-শওকত, প্রাসাদের মতো বাড়ি
    একশত বারো আইসিইউ নিয়ে আসিতেছে মারামারি।

    একশত বারো থেকে কিছু পাবো? এই ধরো তুমি আমি!
    আরে ধুর গাধা! আমরা তুচ্ছ, জীবন কি অত দামী!
    এসো তবে ভাই, সাবধানে থেকে নিজেরা নিজেরা বাঁচি
    ঘরে বসে থাকি, দুই হাত ধুই, মুখ ঢেকে দেই হাঁচি।

Platform:
Related Post