X

হৃদরোগে আক্রান্ত হয়ে কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপকের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১০ জুন, ২০২২, শুক্রবার

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফরহাদ জামাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)।

ছবিঃ শোক সংবাদ।

গত ৭ জুন, ২০২২, মঙ্গলবার তিনি বিকেল সাড়ে পাঁচটায় হৃদরোগে (কার্ডিয়াক এরেস্ট) আক্রান্ত হয়ে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সহকারী অধ্যাপক ডা. ফরহাদ জামাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১৯ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুপূর্বে তিনি দীর্ঘ ১০ বছর যাবৎ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটের কার্ডিওলজি বিভাগে কর্মরত ছিলেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Sadia Kabir:
Related Post