X

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ইআরসিপি মেশিনের শুভ উদ্বোধন

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ই জুন, বুধবার , ২০২১

আজ ৩০ই জুন, ২০২১ ইং তারিখ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের হেপাটোলজী বিভাগে ইআরসিপি (Endoscopic retrograde cholangiopancreatography) মেশিনের শুভ উদ্বোধন হয়েছে। এই ইআরসিপি মেশিনের সাহায্যে এখন থেকে সরকারীভাবে পিত্তনালীর পাথর অপসারণ ও অগ্নাশয় সহ পিত্তনালীর ক্যান্সার চিকিৎসায় স্টেন্ট বসানোর কাজ অত্যন্ত স্বল্প খরচে সম্পন্ন করা সম্ভব হবে। যার ফলে সাধারণ ও দরিদ্র জনসাধারণ বিশেষভাবে উপকৃত হবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ

ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোঃ রশিদুন্নবী
(পরিচালক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল), অধ্যাপক ডা. সেলিমুর রহমানস(সভাপতি এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ (এএসএলডিবি), অধ্যাপক (হেপাটোলজী), প্রাক্তন ইউজিসি অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)(চেয়ারম্যান, হেপাটোলজী বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সাধারণ সম্পাদক, এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ (এএসএলডিবি) ও ফোরাম ফর দ্যা স্টাডি অব লিভার বাংলাদেশ।), অধ্যাপক ডা. আহমেদ হোসেন(বিভাগীয় প্রধান, মেডিসিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।), অধ্যাপক ডা. বিমল চন্দ্র শীল(বিভাগীয় প্রধান, গ্যাস্ট্রোএন্টারোলজী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল), ডা. শেখ মোঃ নূর ই আলম ডিউ(সহযোগী অধ্যাপক (হেপাটোলজী), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।)

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডা. মো. ফজল করিম
(সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হেপাটোলজী), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।)

এছাড়া, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন
ডা. প্রভাত কুমার পোদ্দার (সহযোগী অধ্যাপক, হেপাটোলজী বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।)

Khurshida Jabin Zinia:
Related Post