X

“স্বপ্নবিলাস বিদ্যানিকেতন” এর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণে “কিছু মুখের হাসি”

২৯ ডিসেম্বর, ২০১৯
বরকল এস জেড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গত শুক্রবার সকাল ১০ টায় সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল “স্বপ্নবিলাস বিদ্যানিকেতন” এর প্রায় ১০০ শিশুর মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “কিছু মুখের হাসি”। সার্বিক সহায়তায় ছিলেন, স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের সদস্যবৃন্দ।

সেদিন সকাল ৯ঃ৩০ কিছু মুখের হাসি’র ৬ জন সদস্য (ডাঃ আবদুল হামিদ, অনিক দাশগুপ্ত, সাখাওয়াত হোসেন, আবদুল হান্নান, ইমদাদ বিন ফরিদ এবং সাব্বির আহমেদ) শীতবস্ত্র নিয়ে বরকলে উপস্থিত হন৷ সকাল ১০ টায় কোরান তেলওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়৷ এতে বিশেষ বক্তৃতা দেন ডাঃ আবদুল হামিদ। বক্তৃতায় তরুন সমাজকে আহবান জানানো হয় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে৷
একাডেমিক কাজের পাশাপাশি এই ধরণের কার্যক্রম মানসিক, সামাজিক যেমন উন্নয়ন করে, তেমনি সুবিধাবঞ্চিত মানুষের ও কল্যাণ সাধিত হয়।
অনুষ্ঠানে শিশুরা কবিতা, গান ও গজল পরিবেশন করেন৷ পরিশেষে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

২০১৫ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “কিছু মুখের হাসি” প্রতি বছরই সমাজের সুবিধাবঞ্চিত গোষ্ঠীকে নানাভাবে সাহায্যের পাশাপাশি কিছু মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করে চলছে। তারই ধারাবাহিকতায় এবারের প্রচন্ড শৈত্যপ্রবাহে কিছু শীতার্ত মলিন মুখে হাসি ফোটাতে তাদের এই প্রচেষ্টা।

তথ্যসূত্রঃ অনিক দাশগুপ্ত

Fahmida Hoque Miti:
Related Post