X

সর্বস্তরের চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল চাই : ইচিপ,ঢাকা ডেন্টাল কলেজ

দেশে ক্রমাগত বিভিন্ন হাসপাতাল কিংবা চিকিৎসকদের কর্মস্থলে চলছে  চিকিৎসকদের উপর হামলা। বাদ যাচ্ছেন না নারী চিকিৎসকরাও,প্রতিনিয়ত হামলার পাশাপাশি ইভ টিজিং এর শিকারও হচ্ছেন তারা ।

গত ৭ই মার্চ,ঢাকা ডেন্টাল কলেজের ইন্টার্নি চিকিৎসক পরিষদের উদ্যোগে সারা দেশে বিভিন্ন জায়গায় চিকিৎসকদের উপর নির্যাতন এবং চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন আয়োজন করা হয়। সেই সাথে সর্বস্তরে চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা।

উল্লেখ্য গত ৫-ই মার্চ,২০১৭ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ,বগুড়ায় একজন নারী চিকিৎসক সহ চার জন চিকিৎসকের উপর ন্যাস্ত অযৌক্তিক শাস্তির প্রতিবাদে ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের ইন্টার্নরাও সারা দেশে চলমান আন্দোলনে একাত্মতা ঘোষণা করে পূর্ণ কর্মবিরতি পালন করে।

তথ্যসূত্র: ডা:সাবরিনা ফরিদা চৌধুরী ডেন্টাল উইং সেক্রেটারি, প্ল্যাটফর্ম

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post