X

সরকারী নির্দেশনা না মানায় ১১ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

১১ এপ্রিল, ২০২০:

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ছুটি চলছে সারাদেশে। এমতাবস্থায় উদ্ভুত জরুরী পরিস্থিতি মোকাবেলায় সহায়তা প্রদান করার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠন করা হয়েছে সংক্রমণ প্রতিরোধ কমিটি। কিন্তু নির্দেশনা অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থেকেছেন মাদারীপুরের শিবচর উপজেলার ১১ জন সরকারি কর্মকর্তা।

কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি অবহিত করে গত ৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছিলেন মাদারীপুর জেলা প্রশাসক।

ছবিঃ সংগৃহীত

তারই প্রেক্ষিতে এসব কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা হলেন-
শিবচর উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কৃষ্ণ মালাকার, উপজেলা সমবায় অফিসার মো. জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. হারুন-অর-রশিদ, সাব-রেজিস্ট্রার মো. আ. মতিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সত্য রঞ্জণ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম, শিবচর উপজেলা উপসহকারী প্রকৌশলী এ কে এম আসাদ, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার মো. মোশারফ হোসেন, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাবরক্ষক এমারত হোসেন ও সহকারী হিসাবরক্ষক অসীম বালা।

ছবিঃ সংগৃহীত

পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং আইন ও বিচার বিভাগের সচিবকে চিঠি পাঠায়।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির চরম অবনতি ও সংক্রমনের ঝু্ঁকি থাকায় দেশের প্রথম স্থান হিসেবে গত মাসে মাদারীপুরের শিবচর এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক/ কামরুন নাহার (ঐশ্বর্য)

স্টাফ রিপোর্টার:
Related Post