X

সন্ধানী রাজশাহী মেডিকেল কলেজ ইউনিটের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্ল্যাটফর্ম নিউজ, ৩ জানুয়ারি, ২০২১, রবিবার

 

বাংলাদেশে মানবসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে বরাবরই সবচেয়ে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সবচেয়ে প্রাণবন্তকর সংগঠন “সন্ধানী”। আজ, ৩ জানুয়ারি, ২০২০ ইং তারিখ রবিবার,  সন্ধানী রাজশাহী মেডিকেল কলেজ ইউনিটের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের পথিকৃৎ স্বেচ্ছাসেবী সংগঠন “সন্ধানী” ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারিতে ঢাকা মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু করে। রক্ত দানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ, মরণোত্তর চক্ষুদান, টিকাদান কর্মসূচি, থ্যালাসেমিয়া প্রকল্পের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সেসময় থেকেই সফলতার সাথে উৎসাহ প্রদান করে আসছে সংগঠনটি। প্রারম্ভিকভাবে ঢাকা মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু হলেও বর্তমানে বাংলাদেশের প্রধান শহরগুলোতে এবং দেশের ২৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজে সন্ধানীর কার্যক্রম পরিচালিত হচ্ছে যার মধ্যে অন্যতম হলো সন্ধানী রাজশাহী মেডিকেল কলেজ ইউনিট।

আজ, ৩ জানুয়ারি, ২০২১, সন্ধানী রাজশাহী মেডিকেল কলেজ ইউনিটের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভকামনা জানিয়ে প্রতিষ্ঠাতা সহ – সভাপতি ডা. কাজী তারিক স্যার বলেন,

“We are so proud to celebrate this noble day, 41st anniversary! When we as a very senior members of Sandhani were concerned and wanted to prevent its premature death in INFANCY when life is most vulnerable, my immediate successors were busy to keep its course on right track so that it doesn’t deviate from its TEEN spirit. I am so happy to see, now our beloved Sandhani is in its full maturity and much more productive.

I have seen many messages from junior members, junior advisers thanking to the founding members.  While we take a great deal of pride out of it; but I rather say it is other way around.  I rather thank to all of them who nurtured this organization and held its value in their heart in not only in its infancy, rather during its teen, twenties and thirties to bring it to spotlight. So, basically I give credit to all of you and congratulate all the past and current EC members, advisors, RMC and RMCH faculty members, well wishers, donors, other Sandhani units members those who are present in here at RMC/RMCH and supporting us directly and indirectly.

Long live Sandhani, Long live humanity!

Let’s celebrate.

May Allah SWT bless us all (Ameen) “

উল্লেখ্য, ১৯৮১ সালে ৩রা ডিসেম্বর সন্ধানী রামেক ইউনিটের কার্যক্রম শুরু হয়।

যাত্রা শুরুর পর থেকে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি অসহায় রোগীদের সাহায্য, ভ্যাক্সিনেশন, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সাহায্য সহ আরো নানা মানবসেবামূলক কাজ করে আসছে সন্ধানী রামেক ইউনিট।

 

ডা. জুবায়ের আহমেদ, ডা. ফরিদউদ্দিন ও ডা. আনিসুর রহমান মন্টু রাজশাহী মেডিকেল কলেজের তৎকালীন তৃতীয় বর্ষের এই তিনজন ছাত্র সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ঢাকা সন্ধানীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে, ১৯৮১  সালের ৩ জানুয়ারি  পাঁচজন ছাত্র ‘বীর মুক্তিযোদ্ধা কাজী নূরুন্নবী ছাত্রাবাস’ এর ৮১ নম্বর কক্ষে প্রথম আনুষ্ঠানিক আলোচনায় বসেন- সন্ধানী প্রতিষ্ঠার ব্যাপারে এই সভায় সিদ্ধান্ত অনুসারে ৭ জানুয়ারি বিকেল চারটায় কলেজ চত্বরের নারিকেল তলায় এক সাধারণ সভার আহ্বান করা হয়। সেদিনের সভায় ডা. তোফাজ্জল হক বাবলুকে আহ্বায়ক করে একটি কমিটি গঠিত হয়।

রাজশাহীর অঞ্চলে স্বেচ্ছায় রক্তদান আন্দোলন গড়ে তুলবার সূচনাপর্ব হিসেবে প্রথম স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের  আয়োজন করা হয় ১৩ মে, ১৯৮১ তারিখে।

সন্ধানী রাজশাহী মেডিকেল কলেজ ইউনিটের বর্তমান (২০২০-২১) সভাপতি এমবিবিএস ৫৮তম ব্যাচের শিক্ষার্থী নিশীথ কুমার মন্ডল এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন।

বর্তমানে সন্ধানী রামেক ইউনিটের অবস্থান মেডিকেল কলেজের মূল একাডেমিক ভবনের এর নিচতলায় এবং অফিসিয়াল ওয়েবসাইট

https://www.sandhani.org/rajshahi-medical-college-unit/

 

Gowri Chanda:
Related Post