X

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে , দিনাজপুরে বন্যার্তদের জন্য পুনর্বাসন কর্মসূচি


আজ সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে, CMC on FACEBOOK এর সহযোগীতায় এবং সন্ধানী দিনাজপুর মেডিকেল কলেজ (এম আব্দুর রহিম মেডিকেল কলেজ) ইউনিটের তত্ত্বাবধায়নে দিনাজপুর সদরের পাঁচবাড়ী থানার তিনটি ইউনিয়নে মোট ১১ টি ঘর নির্মান করে দেয়া হয়। এর মধ্যে কাউগায় ৩টি, জালিয়াপাড়ায় ৪টি এবং মহাষট্টী ইউনিয়নে ৪টি ঘর মজুরি সহ সন্ধানী দিনাজপুর মেডিকেল কলেজ ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে তুলে দেয়া হয়। প্রতিটি ঘরে ছিল ২বান্ডিল(২৪টি) টিন, ৮টি পিলার, ১০টি বাঁশ এবং ৭ সিএফটি কাঠ(ইউক্যালিপটাস)।

 

 

আজকের এ আয়জনে উপস্থিত ছিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাধারন সম্পাদক রিদওয়ান জুবায়ের রিয়াদ, কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক ইশরাক শাহরিয়ার এঞ্জেল, সন্ধানী দিনাজপুর মেডিকেল কলেজ (এম আব্দুর রহিম মেডিকেল কলেজ) ইউনিটের সভাপতি মুশফিক উল মুকিত । সন্ধানী দিনাজপুর মেডিকেল কলেজ (এম আব্দুর রহিম মেডিকেল কলেজ) ইউনিটের সাধারন সম্পাদক তাহমিনা আহমেদ তন্নী, রমেক সন্ধানীর সাবেক সাধারণ সম্পাদক ডা: আব্দুস সালাম (সহযোগী অধ্যাপক, সার্জারী) , ডা: মুক্তা সরওয়ার (সহকারী অধ্যাপক, মেডিসিন) উপদেষ্টা ডা: মির্জা শরীফ , উপদেষ্টা সালমান সহ আরও অনেক সন্ধানীর সদস্যরা।

এরই মাধ্যমে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ঘোষিত বন্যার্তদের জন্য তিন ধাপের সহায়তার প্রোগ্রাম সম্পূর্ণ হয়। প্রথম ধাপে ত্রাণ বিতরন, দ্বিতীয় ধাপে হেলথ ক্যাম্প ও সর্বশেষ তৃতীয় ধাপে পুনর্বাসন কর্মসূচীর মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রক্রিয়ার সমাপ্ত হয়।

তথ্য ও ছবি ঃ SANDHANI Central Committee facebook page

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post