X

শ্বাসকষ্ট জনিত সমস্যায় আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে ডা. মীর মাহবুবুল আলম

প্ল্যাটফর্ম নিউজঃ
৯ মে, ২০২০, শনিবার।

সিলেট অঞ্চলের স্বনামধন্য সার্জন এবং দেশের বিখ্যাত সার্জনদের মধ্যে অন্যতম অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম গত দু’দিন যাবত অসুস্থ হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি শ্বাসকষ্ট জনিত জটিলতায় ভুগছেন। তবে তাঁর করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি সোসাইটি অফ সার্জন বাংলাদেশ, সিলেট শাখার সম্মানিত উপদেষ্টা, সাবেক ডীন স্কুল অব মেডিকেল সাইন্স,শাবিপ্রবি, সাবেক বিভাগীয় প্রধান সার্জারি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এবং বর্তমানে নর্থ ইস্ট মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তিনি একাধারে- সার্জন, গবেষক ও লেখক। তাঁর তত্ত্বাবধানে সরাসরি প্রকাশিত হয়েছে বিভিন্ন বই। অসংখ্য থিসিস ও পাব্লিকেশনেও সরাসরি কাজ করেছেন তিনি।
এদেশের মেডিকেলের এমবিবিএস কোর্সের ইন্টার্ণশীপের লগবুক প্রণয়নে তিনি কাজ করেছেন।

বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেলের আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে আছেন।
উনার রোগমুক্তি ও সুস্থতার জন্য উনার পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হচ্ছে।

হৃদিতা রোশনী:
Related Post