X

শেষ অবধি মৃত্যুর কাছে হার মানলেন নিউরোসার্জন ডা. রাজীব ভট্টাচার্য

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জুলাই ২০২০, মঙ্গলবার

ডা. রাজীব ও ডা. অনূসূয়া দম্পতি রাজধানীর হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। ডা. রাজীব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য শ্যামলি
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেলের চক্ষু বিভাগের রেজিস্ট্রার।

করোনা কালীন সময়ে মানব সেবায় নিজেদের নিয়োজিত করেছিলেন এবং নিজেদের মেয়ের সুরক্ষার কথা ভেবে গত তিন সপ্তাহ ধরে তাদের পাঁচ বছর বয়সী একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্যকে কুমিল্লার দেবীদ্বারে দাদা বাড়িতে রেখেছিলেন।

ধারনা করা হচ্ছে, ডা. রাজীব একটি বড় বোতল থেকে ছোট বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন। তখন বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার পড়ে গেলে দুর্ঘটনাবশত  আগুন ধরে যায়। এতে রাজীবের গায়ে আগুন ধরলে তাঁকে বাঁচাতে যান তার স্ত্রী শ্যামলী। তখন দুজনই দগ্ধ হন। ডা. রাজীবের শরীরের ৮৭ শতাংশ দগ্ধ হয়েছিল, যার ফলশ্রুতিতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার স্ত্রীর অবস্থাও ছিল সংকটাপন্ন। ডা. অনূসূয়া ভট্টাচার্যের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছিল।

আজ সকালে জীবন যুদ্ধে হার মেনে লাইফ সাপোর্ট থেকে না ফেরার দেশে চলে গেলেন নিউরোসার্জন ডা. রাজীব ভট্টাচার্য।

বাংলাদেশ এর চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী দের সংগঠন প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি ডা. রাজীব এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তাঁর স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্যের দ্রুত সুস্থতা কামনা করছে।

Amir Mahmud Pranto: amirpranto6
Related Post